[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

দক্ষিণ সিটির ৪ অবকাঠামোর নামে পরিবর্তন

দক্ষিণ সিটির ৪ অবকাঠামোর নামে পরিবর্তন। দক্ষিণ সিটি করপোরেশনের ৪টি অবকাঠামোর নাম পরিবর্তন করা হয়েছে। করপোরেশনের আওতাধীন ২টি পার্ক, নির্মিতব্য ১টি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ও ১টি সেতুর নতুন নামকরণ করা হয়েছে।

 

দক্ষিণ সিটির ৪ অবকাঠামোর নামে পরিবর্তন

দক্ষিণ সিটির ৪ অবকাঠামোর নামে পরিবর্তন

১৭ নম্বর ওয়ার্ডস্থিত ‘কলাবাগান মাঠ সংলগ্ন পার্ক’, ৪৮ নম্বর ওয়ার্ডস্থিত ‘যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন পার্ক’, ২৭ নম্বর ওয়ার্ডস্থিত ঢাকেশ্বরী মন্দিরের উল্টো দিকে খালি জায়গায় নির্মিতব্য কমিউনিটি সেন্টার এবং ‘কামরাঙ্গীর চর (লোহারপুর) ব্রিজ এর স্থলে নব নির্মিতব্য ৬ লেনের আধুনিক ব্রিজ’ এর নাম পরিবর্তন করে যথাক্রমে ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক, কলাবাগান’, ‘শহীদ শেখ রাসেল পার্ক, যাত্রাবাড়ী’, ‘বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ এবং মেয়র শেখ তাপস সেতু নামকরণ করা হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জানা যায়, সকল বিভাগীয় প্রধান সংশ্লিষ্ট বিভাগীয় রেকর্ড পত্রে নামকরণকৃত পার্ক, ভবন ও স্থাপনার নাম ব্যবহারের বিষয়টি নিশ্চিত করবেন।

 

দক্ষিণ সিটির ৪ অবকাঠামোর নামে পরিবর্তন

 

আরও দেখুনঃ

 

Leave a Comment