[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

অসহায় নারীদের জোর করে যৌনকর্মে বাধ্য করা হতো, দুই যুবক গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অসহায় নারীদের জোর করে যৌনকর্মে বাধ্য করার ঘটনায় মানব পাচারের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) বন্দর থানার সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রিরহাট সংলগ্ন একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় দুই ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুই ভিকটিম সোমবার আদালতে জবানবন্দি দিয়েছেন।

অসহায় নারীদের জোর করে যৌনকর্মে বাধ্য করা হতো, দুই যুবক গ্রেফতার

অসহায় নারীদের জোর করে যৌনকর্মে বাধ্য করা হতো, দুই যুবক গ্রেফতার

গ্রেফতাররা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার জামালপুর গ্রামের পাতিল্লাকুড়া গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে মো. গোলাম মোস্তফা (২৭)। অন্যজন খুলনা জেলার দাকোপ থানার সুতারখালী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মো. মেশকাত (৩০)। এ ঘটনায় জড়িত মো. মতিন (৪০) ও নুপুর (৩০) নামের আরও দুইজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা জানান, আর্থিক দুরাবস্থার সুযোগ নিয়ে দুই তরুণীকে একটি বাসায় আটকে জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার ও দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

Glive24.com Logo 512x512 1 অসহায় নারীদের জোর করে যৌনকর্মে বাধ্য করা হতো, দুই যুবক গ্রেফতার

আরও দেখুনঃ

Leave a Comment