[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

হামলা বন্ধে আইসিজের আদেশ উপেক্ষা করে রাফাহ’য় ভয়াবহ হামলা

হামলা বন্ধে আইসিজের আদেশ উপেক্ষা করে রাফাহ’য় ভয়াবহ ‘হামলা। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আদেশ মানছে না ইসরায়েল। শুক্রবার আইসিজে রাফাহ’য় হামলা অবিলম্বে বন্ধের আদেশ দেওয়ার কয়েক মিনিট পরই সেখানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলির জঙ্গীবিমান রাফাহ শহরের কেন্দ্র সাবুরা ক্যাম্পে সিরিজ বোমা হামলা চালিয়েছে। সূত্র: আল-জাজিরা

রাফাহ’র কুয়েত হাসপাতালের কাছে থাকা একজন মানবাধিকারকর্মী বিবিসিকে জানান, সাবুরা ক্যাম্পে ভয়াবহ’ হামলা চালানো হয়েছে। চারদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেছে। হামলার ভয়াবহতা এত বেশি যে হাসপাতালে অবস্থানরত উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে যেতে পারছে না।

হামলা বন্ধে আইসিজের আদেশ উপেক্ষা করে রাফাহ’য় ভয়াবহ হামলা

আইসিজের আদেশে অবিলম্বে রাফাহ এলাকায় হামলা বন্ধ এবং গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দিতেও ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া গাজায় তদন্তকারীদের অবাধ প্রবেশে বাধা না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা পালনের অগ্রগতির বিষয়ে এক মাসের মধ্যে আইসিজেতে ইসরায়েলকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

হামলা বন্ধে আইসিজের আদেশ উপেক্ষা করে রাফাহ’য় ভয়াবহ হামলা

 

আইসিজের ‘আদেশের পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি মন্ত্রীরা বলছেন, ইসরায়েল এই আদেশ মানবে না। ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য বেনি গানৎজ বলেছেন, ইসরায়েল প্রয়োজন অনুযায়ী হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি বলেন, জিম্মিদের ফিরিয়ে আনতে ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হামাসের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদও হামলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।

 

হামলা বন্ধে আইসিজের আদেশ উপেক্ষা করে রাফাহ’য় ভয়াবহ হামলা

 

আরও দেখুনঃ

Leave a Comment