আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করছেন মানব সেবা , সেহেরী করছেন শত শত মানুষ

0
276

পবিত্র রমজান মাস চলছে , এই মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় থাকেন বিশ্বের সকল মুসুল্লিরা । সবাই সবার মতো করেই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মগ্ন থাকেন এই রমজান মাসে। এই মাসে মানুষ সাওম বা সিয়াম পালনের মধ্য দিয়েই যে শুধু আল্লাহর পছন্দের বান্দা হওয়ার চেষ্টা করেন ব্যাপারটা এমন নয়। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে, যে যার জায়গা থেকেই আল্লাহর সন্তষ্টি লাভের আশা করেন।

ঠিক তেমনই রাজধানীর মগবাজার মোড়ের বনফুল মিষ্টির দোকানের কর্নধার জনাব সেলিম শেখ ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সিয়াম সাধনার মাসে রোজা রাখার পাশাপাশি নিয়োজিত আছেন মানব’ সেবায় । তিনি প্রতিদিন প্রায় ২০০-৩০০ মানুষের জন্য সেহেরির আয়োজন করেন তার দোকানের সামনেই।

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করছেন মানব’ সেবা

তিনি মূলত নিজেই রান্না করে থাকেন অসহায় সেই সকল মানুষগুলোর জন্য, যারা রোজা রাখতে চাইলেও জোটে না এক বেলা সেহেরী খাওয়ার মতো দু মুঠো ভাত। তাদের জন্যই হাড়ির পর হাড়ি খাবার পরিবেশন করা হয়।

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করছেন মানব সেবা , বসছে হাড়ির পর হাড়ি রান্না

 

তবে, তাদের জন্য খাবার তালিকা বেশ ভালো ভাবেই সাজান জনাব সেলিম শেখ। যেমন তাদের খাবার তালিকাতে থাকে গরুর মাংস থেকে শুরু করে মুরগির মাংস ,খাসির মাংস, ডিম সহ আরও পুষ্টিকর এবং আমিষ জাতিয় অনেক কিছুই।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

এ বিষয়ে জনাব সেলিম শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন , ”আল্লাহ তার বান্দাদেরকে নিজেই খাওয়ায় আমিতো শূুধুমাত্র একটা উসিলা, আর আমারও তাদের খাওয়াতে খুব ভালো লাগে এবং মগবাজার সহ আশেপাশের এলাকাতেও যাদের সেহেরী খাওয়ার অসুবিধা হচ্ছে তাদেরকেও দাওয়াত দিলাম”।

 

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করছেন মানব সেবা , বসছে হাড়ির পর হাড়ি রান্না

 

শুধু গরীব ও অসহায় মানুষরাই এখানে সেহেরী খেতে আসেন বেপারটা এমন নয় । এখানে সেহেরী খেতে আশেপাশের বাসা কিংবা এলাকা থেকেও অনেকে আসেন। প্রতিদিন এভাবেই প্রায় ২০০-৩০০ কিংবা কখনো এর থেকেও বেশী মানুষ কে সেহেরী খাওয়ার ব্যাবস্থা করে দিতে পেরে তিনি নিজে এবং তার সহযোগী সকলেই বেশ আনন্দিত। তার এমন মহৎ উদ্যাগে এগিয়ে এসেছেন তার পাশে দাঁড়ানোর জন্য আরও অনেকেই। জনাব  সেলিম শেখের মতো সকলেই চায় এমন মহৎ কাজের শরিক হতে।

আরও দেখুনঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here