Site icon জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন মধ্যপন্থী মাসুদ পেজেশকিয়ান

ইরানের নতুন প্রেসিডেন্ট , ইরানের দরজা বিশ্বের জন্য উন্মুক্ত করা এবং জনগণের স্বাধীনতা প্রদানের অঙ্গীকার নিয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে যোগ দেন পেজেশকিয়ান। প্রথম ২৮ জুন প্রথম দফা নির্বাচনে এগিয়ে ছিলেন। তবে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন তিনি। সূত্র : রয়টার্স

ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন মধ্যপন্থী মাসুদ পেজেশকিয়ান

শুক্রবার (৫জুলাই) দুই শীর্ষ প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হয়। ভোট গণনায় দেখা গেছে তিনি তার প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল প্রার্থী ও ইরানের সাবেক পরমাণু আলোচক সাঈদ জলিলির থেকে এগিয়ে ভোট গণনা শেষ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানায়, পেজেশকিয়ান জলিলির চেয়ে প্রায় ৩০ লাখ ভোটে জয়ী হয়েছেন।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

টাইমস অব ইসরায়েল জানায়, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর মধ্যে সবচেয়ে কম আলোচিত আইন প্রণেতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মধ্যপন্থী পেজেশকিয়ান। বিজয়ের খবরে ইরানের বিভিন্ন শহরে তার সমর্থকদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।

আরও দেখুনঃ

Exit mobile version