Site icon জিলাইভ [ GLive ] | truth alone triumphs

কেবল ঈশ্বরের আদেশ পেলেই আমি নির্বাচন থেকে সরবো: বাইডেন

কেবল ঈশ্বরের আদেশ পেলেই আমি নির্বাচন থেকে সরবো: বাইডেন। গত ২৮ জুন অনুষ্ঠিত এক সরাসরি টিভি বিতর্কে প্রতিদ্বন্দ্বি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিপর্যয়কর পরাজয়ের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপের মধ্যে রয়েছেন বর্তমানের ৮১ বছর বয়েসি প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। তবে বাইডেন জানিয়েছেন, এসব চাপকে তিনি পাত্তা দিচ্ছেন না। তিনি নির্বাচনে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ।

কেবল ঈশ্বরের আদেশ পেলেই আমি নির্বাচন থেকে সরবো: বাইডেন

স্থানীয় সময় শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এবিটি নিউজকে একটি ‘আনস্ক্রিপটেড’ সাক্ষাৎকার দেন বাইডেন। সেখানে তাকে প্রশ্ন করা হয় বিতর্কের পর থেকে তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েক জন সদস্য চাইছেন আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে আপনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এ প্রসঙ্গে তার সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া কী?

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

উত্তরে বাইডেন বলেন, ‘যদি সর্বশক্তিমান ঈশ্বর আমার সামনে এসে আমাকে (প্রার্থিতা প্রত্যাহারের) আদেশ দেন, তাহলেই আমি তা করতে পারি।’ শহর উইসকনসিনে ডেমোক্রেটিক পার্টির ভোটারদের একটি মিছিল-সমাবেশে যোগ দেন বাইডেন। সে সময়ই কর্মসূচির অবসরে এবিসিকে এ সাক্ষাৎকার দেন তিনি।

আরও দেখুনঃ

Exit mobile version