[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

উটের মূত্রের নামে মানুষের মূত্র বিক্রি করায় পাকিস্তানি ব্যবসায়ী গ্রেপ্তার

সম্প্রতি একটি ঐতিহ্যবাহী উটের মূত্র বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছিলো মালিক মুত্র দিয়ে বোতল ভর্তি করে, সেটি উটের মুত্র নামে বিক্রয় করছিল।

উটের মূত্রের নামে মানুষের মূত্র বিক্রি করায় পাকিস্তানি ব্যবসায়ী গ্রেপ্তার - The Saudi police have arrested a Pakistani resident in Jeddah, identified as Khurshid, for selling bottles filled with camel urine.
The Saudi police have arrested a Pakistani resident in Jeddah, identified as Khurshid, for selling bottles filled with camel urine.

 

উটের মূত্রের নামে মানুষের মূত্র বিক্রি করায় পাকিস্তানি ব্যবসায়ী গ্রেপ্তার

  • সৌদির স্বাস্থ্য পরিদর্শকরা বন্দর শহর “আল কুনফুদাহ” এ একটি দোকানে রেইড করেন।
  • স্বাস্থ্য পরিদর্শকরা দোকানদারের কাছ থেকে ৭০টিরও বেশি পূর্ণ বোতল মুত্র জব্দ করেছে।
  • অভিযোগ উঠেছে উটের মূত্রের পরিবর্তে, দোকান মালিক মানব বিক্রি করছেন এমন দাবির মধ্যে জব্দ করা হয়েছিল।

 

The shopkeeper's business was closed down indefinitely amid claims he had been selling his own urine to unsuspecting customers
The shopkeeper’s business was closed down indefinitely amid claims he had been selling his own urine to unsuspecting customers

 

বিস্তরিত:

পাকিস্তানি নাগরিক মোহাম্মদ খুরশিদ এর দোকান রয়েছে বন্দর নগর আল কুনফুদাহ। তার দোকানে দীর্ঘ দিন উটের মূত্র বিক্রি হয়ে আসছিল।

সেখান থেকেই স্থানীয় ক্রেতারা তাদের তাদের প্রয়োজনীয় উট মূত্র ক্রয় করে থাকে। মোহাম্মদ খুরশিদ এর বিক্রয় করা উটের মূত্রের স্বাদে পরিবর্তন হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছিল। এক পর্যায়ে অভিযোগ ওঠে খুরশিদের দোকানের মূত্র আসলে উটের মূত্র নয়।

খুরশিদের দোকান থেকে যারা মূত্র কিনেছেন, তারাই পুলিশ বরাবর অভিযোগ করে জানায় যে – উক্ত দোকানের মূত্রের স্বাদ উটের মূত্রের মতো নয়, স্বাদে ভিন্নতা পাওয়া যাচ্ছে। সৌদি পুলিশ স্বাস্থ্য পরিদর্শকদের নিয়ে উক্ত দোকানে অভিযোগ পরিচালনা করে। অভিযানে কর্মকর্তারা ৭০ বোতল মূত্র আটক করে।

 

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে জানা যায় যে মোহাম্মদ খুরশিদ যে প্রস্রাবটি উটের বলে বিক্রি করছিলেন তা তার নিজের। এরপর পুলিশ মোহাম্মদ খুরশিদের বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু বোতল উদ্ধার করে।

এই ঘটনার পরে উদ্ধার করা মূত্রের বোতলগুলো বৈজ্ঞানিক পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

আরবের স্থানীয়দের মধ্যে বিশ্বাস রয়েছে যে উটের-মূত্রে পানের রেওয়াজ রয়েছে। তারা বিশ্বাস করে মূত্রে ওষধি গুনাগুন রয়েছে। এজন্য মুত্র সংগ্রহ ও বিতরণ বৈধ। মুত্র দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পানিয়ও রয়েছে।

Camel Urine Products
Camel Urine Products

 

দ্য ক্যানন অফ মেডিসিনে অ্যাভিসেনা উল্লেখ করেছেন যে উটের দুধ এবং আরবীয় উটের মূত্রের একটি খাদ্য লিভারের রোগের জন্য উপকারী হতে পারে।

এ বিষয়ে হাদিস রয়েছে:

আনাস ( রাঃ) হতে বর্ণিত। কতকগুলো লোক মাদ্বীনায় তাদের প্রতিকূল আবহাওয়া অনুভব করল।

তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হুকুম দিলেন, তারা যেন তাঁর রাখাল অর্থাৎ তাঁর উটগুলোর নিকট গিয়ে থাকে এবং উটের দুগ্ধ ও প্রস্রাব পান করে। তারা রাখালের সাথে গিয়ে মিলিত হল এবং উটের দুধ ও পেশাব পান করতে লাগল।

অবশেষে তাদের শরীর সুস্থ হলে তারা রাখালটিকে হত্যা করে ফেলে এবং উটগুলো হাঁকিয়ে নিয়ে যায়। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এ খবর পৌঁছলে তিনি তাদের খোঁজে লোক পাঠান। এরপর তাদের ধরে আনা হল। এরপর তিনি তাদের হাত পা কেটে দেন এবং তাদের চক্ষু ফুঁড়ে দেন।
.
مُوسٰى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ أَنَّ نَاسًا اجْتَوَوْا فِي الْمَدِينَةِ فَأَمَرَهُمْ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَلْحَقُوا بِرَاعِيهِ يَعْنِي الإِبِلَ فَيَشْرَبُوا مِنَ الْبَانِهَا وَأَبْوَالِهَا فَلَحِقُوا بِرَاعِيهِ فَشَرِبُوا مِنَ الْبَانِهَا وَأَبْوَالِهَا حَتّٰى صَلَحَتْ أَبْدَانُهُمْ فَقَتَلُوا الرَّاعِيَ وَسَاقُوا الإِبِلَ فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَعَثَ فِي طَلَبِهِمْ فَجِيءَ بِهِمْ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَرَ أَعْيُنَهُمْ قَالَ قَتَادَةُ فَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سِيرِينَ أَنَّ ذ‘لِكَ كَانَ قَبْلَ أَنْ تَنْزِلَ الْحُدُودُ.
.
Narrated Anas: The climate of Medina did not suit some people, so the Prophet (ﷺ) ordered them to follow his shepherd, i.e. his camels, and drink their milk and urine (as a medicine). So they followed the shepherd that is the camels and drank their milk and urine till their bodies became healthy.

Then they killed the shepherd and drove away the camels. When the news reached the Prophet (ﷺ) he sent some people in their pursuit. When they were brought, he cut their hands and feet and their eyes were branded with heated pieces of iron.
.
গ্রন্থঃ সহীহ বুখারী
পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন
অধ্যায়ঃ ৭৬/ চিকিৎসা (كتاب الطب)

হাদিস নাম্বার: 5686
হাদিসের মানঃ সহিহ (Sahih)

এর পক্ষে জাকির নায়েক সহ বিভিন্ন শেখ এর ফাতওয়া রয়েছে।

 

সূত্র : ডেইলি মেইল, ইউকে

আরও পড়ুন:

Leave a Comment