ওমান থেকে ২০৪ কার্গো এলএনজি আনবে সরকার। দেশের বিদ্যমান ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) কাছ থেকে জি-টু-জি ভিত্তিতে এলএনজি আমদানির জন্য ১০ বছর মেয়াদে চুক্তি করছে সরকার। এই চুক্তির অধীনে ২০২৬ সাল থেকে ২০৩৬ সাল পর্যন্ত দেশটি থেকে ২০৪ কার্গো এলএনজি আমদানি করা হবে।
ওমান থেকে ২০৪ কার্গো এলএনজি আনবে সরকার
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম থাকায় বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন, ক্যাপটিভ বিদ্যুৎ ও শিল্প খাতে স্বাভাবিক গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। গ্যাস ঘাটতির ফলে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হওয়ায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করতে এবং গ্যাসের উচ্চমূল্য বিবেচনায় প্রয়োজনে বর্ধিত হলেও গ্যাস সরবরাহের জন্য অনুরোধ করা হয়। এ অবস্থায় স্পট মার্কেট থেকে উচ্চ মূল্যে এলএনজি আমদানির বর্ধিত ব্যয় নির্দিষ্ট শ্রেণির ব্যবহারকারীদের কাছ থেকে আদায়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১৮ জানুয়ারি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের মূল্য ১৪ টাকা ঘনমিটার, ক্রাপটিভ বিদ্যুৎ ও শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্য ৩০ টাকা ঘনমিটার এবং বাণিজ্যিক (হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও অন্যান্য) ক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের মূল্য ৩০.৫০ টাকা ঘনমিটার নির্ধারণ করা হয়। যা গত ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হয়েছে।
![ওমান থেকে ২০৪ কার্গো এলএনজি আনবে সরকার 3 google news](https://glive24.com/wp-content/uploads/2023/01/google-news.jpg)
দেশের চলমান এ গ্যাস সংকট মোকাবেলায় তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য দেশের কক্সবাজারের মহশেখালীতে দৈনিক ৫০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন ভাসমান ২টি এলএনজি টার্মিনাল স্থাপন করা হয়েছে। ভাসমান টার্মিনাল দুটির মাধ্যমে এলএনজি সরবরাহের জন্য পেট্রোবাংলা ও কাতারের রাস লাফ্যান লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড (কাতারগ্যাস) এর মধ্যে ১৫ বছর মেয়াদী এবং ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল (বর্তমান নাম ওকিউ টেড্রিং লিমিটেড-ওকিউটি) এর সঙ্গে ১০ বছর মেয়াদী এলএনজি আমদানির লক্ষ্যে সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এসপিএ) স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী জি টু জি ভিত্তিতে ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে ১০ বছর মেয়াদে ২০২৬ সালে ৪ কার্গো এলএনজি, ২০২৭ সালে ১৬ কার্গো, ২০২৮ সালে ১৬ কার্গো এলএনজি এবং ২০২৯ সাল থেকে ২০৩৫ সাল পর্যন্ত প্রতি বছর ২৪ কার্গো করে মোট ১৬৮ কার্গো অর্থাৎ ১০ বছরে ২০৪ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।
আরও দেখুনঃ