কোচিং সেন্টারে ডেকে নিয়ে এক গৃহবধূকে (২৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোচিং সেন্টারের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে পাবনার ঈশ্বরদীতে এ ঘটনা ঘটে। ঘটনার দুদিন পর বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ঈশ্বরদী থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
কোচিং সেন্টারে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী তার মা ও স্বামীকে সঙ্গে নিয়ে থানায় এজাহার দাখিল করেন। ধর্ষণের এজাহার পাওয়ার পর অ্যাম্বিশন কোরিয়ান ল্যাংগুয়েজ কোচিং সেন্টারের মালিক নাহিয়ান ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। অভিযুক্ত আরও দুজনকে আটকে অভিযান চলছে।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার ছয় বছরের ছেলেকে পড়ানোর জন্য পূর্বপরিচিত নাহিয়ান ইসলাম নাহিদকে শিক্ষক খুঁজে দিতে বলেন। ২৯ আগস্ট বিকেলে নাহিদ মোবাইলে ছেলেকে পড়ানোর বিষয়ে আলোচনার জন্য তাকে কোচিং সেন্টারে ডেকে আনেন। বিকেলে ওই নারী কোচিং সেন্টারে প্রবেশের পর দরজা বন্ধ করে দিয়ে তার মুখ চেপে ধরে তিনজন পালাক্রমে’ ধর্ষণ করেন। ভুক্তভোগী বাড়ি ফিরে মা ও স্বামীকে ঘটনা খুলে বলেন। এ বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার রাতে তিনজনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করা হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ধর্ষিত নারীকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ওই কোচিং সেন্টারের মালিক নাহিয়ান ইসলাম নাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আরও দেখুনঃ