ঘন কুয়াশার মধ্যে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৬ আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সেসনা ৫৫০ সিটেশন মডেলের বিমানটি বিদ্যুতের তারে ধাক্কা লেগে সান ডিয়েগোর মারফি ক্যানিয়ন এলাকার একটি আবাসিক অঞ্চলে পড়ে যায়।
মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনায় মাটিতে কেউ গুরুতর আহত হননি। তবে উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন।
মৃতদের মধ্যে রয়েছেন ৪২ বছর বয়সী সংগীত এজেন্ট ডেভ শ্যাপিরো, ২৫ বছরের এমা হিউক, ৩৬ বছরের আলোকচিত্রী সেলিনা কেনিয়ন, সফটওয়্যার প্রকৌশলী ডমিনিক ডেমিয়ান এবং ড্যানিয়েল উইলিয়ামস, যিনি জনপ্রিয় মেটালকোর ব্যান্ড ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সাবেক ড্রামার ছিলেন।
সংগীতজগতের পরিচিত মুখ শ্যাপিরো ‘সাউন্ড ট্যালেন্ট গ্রুপ’-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির আরও দুই কর্মী এমা হিউক ও কেনডাল ফোর্টনারও নিহত হন।
এক বিবৃতিতে সাউন্ড ট্যালেন্ট গ্রুপ জানায়, ‘আমরা আমাদের সহ-প্রতিষ্ঠাতা ও সহকর্মীদের হারিয়ে শোকাহত। তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা।’
ঘটনার সময় বিমানবন্দরের রানওয়ের আলো এবং স্বয়ংক্রিয় আবহাওয়া বার্তা ব্যবস্থা অচল ছিল। তবে পাইলট কোনো জরুরি বার্তা পাঠাননি বলে জানিয়েছে এনটিএসবি।
দুর্ঘটনার ফলে আশপাশের প্রায় ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে ধ্বংসাবশেষ ও আগুনে পোড়া গাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়।
তদন্ত সংস্থা জানায়, প্রাথমিক তদন্ত শেষ হতে কয়েক সপ্তাহ লাগবে। বিমানে ককপিট ভয়েস রেকর্ডার ছিল কিনা, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।