খুন করেই চলে যান চিল্লায় , ১৪ বছর পর তাকে গ্রেপ্তার করেন র্যাব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ড্রাইভার মিজানুর রহমান ওরফে রিপন (১৯) হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমিনুল ইসলাম ওরফে টিপুকে গ্রেপ্তার করেছে র্যাব-২। ১৪ বছর পর শুক্রবার সন্ধ্যায় তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুনের পর আত্মগোপনের কৌশল হিসেবে দীর্ঘ সময় তাবলীগ জামাতের সঙ্গে মসজিদে মসজিদে চিল্লায় ছিলেন টিপু।
খুন করেই চলে যান চিল্লায় , ১৪ বছর পর তাকে গ্রেপ্তার করেন র্যাব
র্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক বলেন, ২০০৩ সালের ২০ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার ইঞ্জিনিয়ার কলোনির একটি ভবনের সামনে ফুটপাতের উপর পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলজিইডির মাস্টার রোলে নিযুক্ত ড্রাইভার মিজানুর রহমান ওরফে রিপনকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বড় বোন মোছা. হিরণ বেগম বাদী হয়ে গ্রেপ্তার টিপুসহ আরও দুজনকে অভিযুক্ত করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।
তিনি আরও বলেন, থানায় মামলাটি দায়ের হওয়ার পর থেকে টিপুসহ অন্য আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর ও গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। বিজ্ঞ আদালত মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তার এড়ানোর জন্য প্রথমে কিছুদিন ঢাকার বাইরে এরপর দীর্ঘ সময় তাবলীগের চিল্লায় চলে যান তিনি। দীর্ঘ দিন চিল্লায় মসজিদে মসজিদে কাটান টিপু। কিছুদিন আগে তিনি রাজধানীর মোহাম্মদপুরে এসে আত্মগোপন করেন।
আরও দেখুনঃ