[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

গাজায় ইসরাইলি বিমান হামলায় ৫২ জন নিহত: বেসামরিক প্রতিরক্ষা সংস্থা

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে ইসরাইলি বাহিনীর চালানো বিমান হামলায় কমপক্ষে ৫২ জন প্রাণ হারিয়েছেন। ইসরাইল গত কয়েক দিনে তাদের সামরিক অভিযান আরও তীব্র করেছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির বলেন, ‘আজ ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে দখলদার বাহিনীর বিমান হামলায় ৫২ জন শহীদ হয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন।’