নাটক করে লাভ নেই, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, কোনো আপোস ‘নাই: আমান উল্লাহ । বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, নির্রপক্ষ সরকারের ‘অধিনে নির্বাচন দিতেই হবে। ২০২৩ সালে রাজপথে ফয়সালা হবে। আমাদের জীবন ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিজেরদেরকে উৎসর্গ করলাম। ভার চেয়ারম্যান সঙ্গে আলোচনা করেন মাননীয় মহাসচিব কর্মসূচি দেন।
নাটক করে লাভ নেই, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, কোনো আপোস নাই: আমান উল্লাহ
স্থায়ী কমিটির নেতা সিনিয়র নেতা মাঠে নামুন. প্রয়োজনে রাস্তায় মরে যাবো, মরে যাবো কিন্তু হাসিনার অধিনে কোনো নির্বাচন হবে না। আল্লাহ ছাড়া আর আমরা কারোর ভয় করি না। এরপর একটি কর্মী যদি মারা যায় এক আসামি নম্বর হবে শেখ হাসিনা, দুই নম্বর আসামি ওবায়দুল কাদের, তিন নম্বর আসামী হবে স্বরাষ্ট্রমন্ত্রী। এরপেরে কি হবে বুঝে নেন।

ঢাকা প্রতিটি পবেশ পথ বন্ধ ছিলো একটি গাড়িও প্রবেশ করতে পারে নাই। কুলাঙ্গার আওয়ামী সন্ত্রাসির সাথে কিছু পুলিশ, সব পুলিশ নয়। আওয়ামী লীগেরে কর্মী মত কাজ করেছে। কয়েকজন পুলিশ কুকুরের মত আমাদের ওপর ঝাপিয়ে পড়েছে। ভয় করে লাভ নেই। আপোষ হবে না। আন্দোলন চলছে চলবে।
গত ২৯ জুলাই রাজধানীতে বিএনপি’র শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের যৌথ হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জনসমাবেশ।
আরও দেখুন: