[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

নো বল কিংবা এলবিডব্লিউ নয় বরং মিডল স্ট্যাম্প উড়িয়ে সরকারের পতন ঘটানো হবে: রিজভী

নো বল কিংবা এলবিডব্লিউ নয় বরং মিডল স্ট্যাম্প উড়িয়ে সরকারের পতন ঘটানো হবে: রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের বলেছেন, নো বল করে সরকারকে আউট করা যাবে না। আপনাদেরকে নো বলে কিংবা এলবিডব্লিউ দিয়ে আউট করবো না। বরং মিডল স্ট্যাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটানো হবে।শনিবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

নো বল কিংবা এলবিডব্লিউ নয় বরং মিডল স্ট্যাম্প উড়িয়ে সরকারের পতন ঘটানো হবে: রিজভী

রিজভী বলেন, শেখ হাসিনার নিয়ন্ত্রিত আদালত কর্তৃক দেওয়া রায়ে আমি বিস্মিত নই। সাগর রুনির বিচারের শুনানি ৯৯ বার পেছানো হয়েছে। আর তারেক রহমানের রায় তো দ্রুত গতিতে দেওয়া হয়েছে। সেই রায় আগেই লেখা ছিলো। সেজন্যই আমি বিস্মিত নই। শেখ হাসিনা জিয়া পরিবারের বিরুদ্ধে টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছেন।

নো বল কিংবা এলবিডব্লিউ নয় বরং মিডল স্ট্যাম্প উড়িয়ে সরকারের পতন ঘটানো হবে: রিজভী

তিনি বলেন, শেখ হাসিনা তার রাষ্ট্র যন্ত্রের মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করতে বাধা দিচ্ছে। কিন্তু প্রযুক্তির নানা মাধ্যমে তারেক রহমানের বক্তব্য জনগণের কাছে পৌঁছে গেছে। মানুষ আজ জেগে উঠেছে।বিএনপি এই নেতা আরো বলেন, শেখ হাসিনার অনুসারী কোনো লোক বিচারের দায়িত্বে থাকলে তার কাছে তো ন্যায় বিচার পাওয়া যায় না। তিনি তো শেখ হাসিনার নির্দেশে রায় দিবেন। আজকে বাংলাদেশের বিচার বিভাগ শেখ হাসিনার চেতনায় উদ্বুদ্ধ।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অন্য বক্তারা বলেন, তারেক রহমান ও ডা. জুবাইদার বিরুদ্ধে যে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে তা বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।মানববন্ধনে ড্যাবের ডা. জাহেদুল কবির জাহিদ, নিলোফা ইয়াসমীন, ডা. শাওন বিন রহমান, ডা. ইব্রাহিম রুমি বাবু, মৎস্যজীবী দলের অধ্যক্ষ সেলিম মিয়া, ওলামা দলের অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদারসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নো বল কিংবা এলবিডব্লিউ নয় বরং মিডল স্ট্যাম্প উড়িয়ে সরকারের পতন ঘটানো হবে: রিজভী

 

আরও দেখুন:

Leave a Comment