[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

পূজামণ্ডপ থেকে মানসিক ভারসাম্যহীন যুবক আটক

পূজামণ্ডপ থেকে মানসিক ভারসাম্যহীন যুবক আটক। হাটহাজারীতে পূজা উদযাপন কমিটির নেতারা পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ ও কয়েকটি ইসলাম ধর্মের বইসহ শাহ আলম (৩৮) প্রকাশ আলম নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

পূজামণ্ডপ থেকে মানসিক ভারসাম্যহীন যুবক আটক

শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সোমপাড়া পূজামণ্ডপে  এই ঘটনা ঘটে। আটক আলম নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশালস্থ ৪ নং ওয়ার্ডের খালিশকারটেক বাদলের বাড়ীর মো. বাদল মিয়ার পুত্র।

পূজামণ্ডপ থেকে মানসিক ভারসাম্যহীন যুবক আটক

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে একজন সাদা কাপড় পড়া লোককে ওই এলাকায় দেখা যায়। তার মুখে দাঁড়ি এবং হাতে একটা থলে ছিলো। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে পূজা কমিটির নেতারা।

এসময় তার হাতে থাকা থলের ভেতর থেকে একটি পবিত্র কোরআন শরীফসহ কয়েকটি ইসলাম ধর্মের বই উদ্ধার করে মণ্ডপের দায়িত্বরত হাটহাজারী মডেল থানা পুলিশের এসআই জসিমের হাতে তুলে দেন মির্জাপুরের সোমপাড়া পূজা উদযাপন কমিটির নেতারা।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মির্জাপুর সোমপাড়া দুর্গা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক গোবিন্দ নাথ বাবু বলেন,  ‘কোরআন শরীফসহ পূজামণ্ডপ থেকে দাঁড়িওয়ালা এক ব্যক্তিকে আটক করে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি।’

এদিকে খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মশিউজ্জামান, সার্কেল এএসপি এবং মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শনে করেন।

মডেল থানার এসআই জসিম বলেন, ‘লোকটাকে আটকের পর দেখি লোকটা মানসিক ভারসাম্যহীন। তার কাছে থাকা ব্যাগে একটি কোরআন, নষ্ট কাপড় এবং একটি নারিকেল ছিল।’

 

পূজামণ্ডপ থেকে মানসিক ভারসাম্যহীন যুবক আটক

 

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন রাত প্রায় ২ টার দিকে এ প্রতিবেদককে বলেন, আটক মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য হাটহাজারী মডেল থানায় নিয়ে গেছেন পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান রবিবার ২২ অক্টোবর দুপুরের দিকে তিনি সাংবাদিকদের জানান, আসলে লোকটা মানসিক ভারসাম্যহীন। গত ১ বছর ধরে তার চিকিৎসা চলছিলো। তার চিকিৎসাপত্রও আমাদের হাতে এসেছে। রবিবার দুপুরেই আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

আরও দেখুনঃ

Leave a Comment