Site icon জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ফিলিস্তিনের উত্তরে ইসরাইলি হামলায় নিহত ১৯ : দাবি বেসামরিক প্রতিরক্ষা সংস্থার

ফিলিস্তিনের উত্তরে ইসরাইলি হামলায় নিহত ১৯ : দাবি বেসামরিক প্রতিরক্ষা সংস্থার

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে দুটি পৃথক হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

গাজা সিটি থেকে এএফপির বরাতে জানা যায়, বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা সিটি’র উত্তর-পশ্চিমাঞ্চলে তিনটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলার পর উদ্ধারকারী দল ১৫ জনের মরদেহ এবং ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে।

তিনি আরও জানান, একই সময় গাজার উত্তরের বেইত লাহিয়ায় একটি বাড়িতে চালানো অপর হামলায় আরও চারজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ১৮ মার্চ থেকে ইসরাইল গাজা উপত্যকায় আক্রমণ আরও জোরদার করেছে। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের পরিমাণও বাড়ানো হয়েছে।

Exit mobile version