খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে শিক্ষার্থী নিহত। রাজধানীর খিলগাঁও বনশ্রীতে ভবনের সাত তলা থেকে পড়ে মোবাশ্বের হোসাইন(১৬) নামের এক শিক্ষার্থী ‘নিহত হয়েছেন।শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে শিক্ষার্থী নিহত
মৃতের চাচাতো ভাই কামাল হোসেন বলেন, মোবাশ্বের এবার নোয়াখালী বালিয়াকান্দি নবকৃষ্ণ হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। গত ৮ তারিখে তার চাচাতো ভাই মানিক বনশ্রীতে একটি ম্যাচে থাকে সেখানে বেড়াতে আসছিল। গতকাল রাত আনুমানিক সাড়ে দশটার দিকে মোবাশ্বের সাত তালা বারান্দার বেলকনি থেকে অসাবধানতাবশত বা মাথা ঘুরে উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে’ জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃত দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত মোবাশ্বের নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। বর্তমান বনশ্রী জি ব্লকে চাচাত ভাইয়ের বাসায় থাকত।
আরও দেখুন: