[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

মস্কোর দিকে ধাবমান চারটি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার

রাশিয়া জানিয়েছে, মস্কোর দিকে অগ্রসর হওয়া চারটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সোমবার এ ঘটনা ঘটে, যখন রাজধানীর রেড স্কয়ারে বিদেশি নেতাদের উপস্থিতিতে আসন্ন সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি চলছে।

মস্কো থেকে এএফপির প্রতিবেদনে বলা হয়, শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন এক টেলিগ্রাম বার্তায় জানান, পোডলস্ক জেলার আকাশসীমায় মস্কোর দিকে ধেয়ে আসা চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তিনি বলেন, ড্রোন ধ্বংসের পর ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।

রাশিয়া আগামী ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজ ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণের আয়োজন করছে। এ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ বেশ কয়েকজন বিদেশি নেতার উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন এর আগেও মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালালেও রাজধানী থেকে এত দূরে প্রাণঘাতী হামলার ঘটনা তুলনামূলক বিরল।

চলতি বছরের মার্চ মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা সারাদেশে চালানো এক ‘ব্যাপক’ হামলায় ৩৩৭টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ছিল ৯১টি ড্রোন।