[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

মার্কিন ডলারের আধিপত্যে ধস নামতে পারে ৩ মাসের মধ্যেই

মার্কিন ডলারের আধিপত্যে ধস নামতে পারে ৩ মাসের মধ্যেই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক উপদেষ্টা জেমস রিকার্ডস বলেছেন, আগামী ৩ মাসের মধ্যে বিশ্বে মার্কিন মুদ্রা ডলারের আধিপত্যে মারাত্মক ধস নামতে পারে। পার্স টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে।এতে বলা হয়, ইরানের বিরুদ্ধে আর্থিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞার নীল নকশা তৈরি এবং তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রিকার্ডস। তিনি বলেন, এক নতুন বাণিজ্য-রিজার্ভ কারেন্সি চালু করতে পারে ব্রিকস, যা হবে ডলারের বিকল্প।আগামী ২২ আগস্ট দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এ জোট গঠিত হয়েছে। এরই মাঝে সৌদি আরব ও ইরানসহ বিশ্বের অনেক দেশ জোটটির সদস্য হওয়ার চেষ্টা করছে।

 

মার্কিন ডলারের আধিপত্যে ধস নামতে পারে ৩ মাসের মধ্যেই

 

মার্কিন ডলারের আধিপত্যে ধস নামতে পারে ৩ মাসের মধ্যেই

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২২ আগস্ট হবে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে ১৯৭১ সালের পর সবচেয়ে স্মরণীয় দিন। ‘৭১ সালে ব্রেটন উডস্ ব্যবস্থার অবসানের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ওই ব্যবস্থা অনুযায়ী স্বর্ণ ছিল মুদ্রা বিনিময় হারের স্ট্যান্ডার্ড।ইতোমধ্যে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন স্বীকার করেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ডলারের আধিপত্য কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞাগুলোর কারণে বহু দেশ ডলারের বিকল্প সন্ধান করছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের অংশ ক্রমেই কমিয়ে আনছে। ইউরোর ব্যবহারও উল্লেখযোগ্য মাত্রায় (৮ শতাংশ) কমিয়েছে সেগুলো।পাশাপাশি স্বর্ণের রিজার্ভের পরিমাণ বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। সেই সঙ্গে তাদের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে চীনা মুদ্রা ইউয়ানের পরিমাণও বাড়ছে। abe?

একসময় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভে ডলারের পরিমাণ ছিল গড়ে প্রায় ৭০ শতাংশ। কিন্তু বর্তমানে তা রেকর্ড কমে ৫৮ শতাংশে দাঁড়িয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে ডলারের কর্তৃত্ব ও আধিপত্য কমলে মার্কিন অর্থনীতির অবস্থা শোচনীয় হয়ে পড়বে। তাদের নিষেধাজ্ঞাগুলো অকার্যকর কিংবা খুব দুর্বল হয়ে যাবে।

 

মার্কিন ডলারের আধিপত্যে ধস নামতে পারে ৩ মাসের মধ্যেই

 

সম্প্রতি ব্যবসাভিত্তিক বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ উল্লেখ করেছে, বিশ্বের অসংখ্য দেশ বৈদেশিক বাণিজ্যে ডলারের ব্যবহার কমিয়ে আনছে। এতে ইউএস অর্থনীতির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। ফলে মারাত্মক পরিণতির দিকে এগিয়ে যাবে দেশটি।’ওয়াশিংটন ভেঙে পড়েছে’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অবস্থাকে প্রাচীন রোমের সঙ্গে তুলনা করেছে ব্লুমবার্গ। প্রতাপশালী রোম সাম্রাজ্যেরও শেষ পর্যন্ত পতন ঘটে।

আরও দেখুনঃ

Leave a Comment