দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগী সাথে মৃত্যুর সংখ্যাও। হঠাৎ করেই আশঙ্কাজনকহারে’ ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। দিন যাচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। গত বছরের চেয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছয়গুণ বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিগত বছরগুলোর চেয়ে এ বছর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও রেকর্ড ভাঙতে পারে।
দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগী সাথে মৃত্যুর সংখ্যাও
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজারের বেশি রোগী। এরমধ্যে চলতি মাসের প্রথম ১০ দিনেই হাজার বেশি রোগী শনাক্ত হয়েছেন। তাছাড়া এ বছর এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি মাসের প্রথম ১০ দিনে নয়জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ১৫৬ জনকে নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ২১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ২২ জনের মৃত্যু হলো। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৪৯ জন রোগী।
এদের মধ্যে ঢাকায় ৪৭৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৬ জন। স্থাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন ও মে মাসে ২ জনের মৃত্যু হয়েছে।
আরও দেখুনঃ