[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

যুক্তরাষ্ট্রে ‘গোল্ডেন ভিসা’ জন্য ওয়েবসাইট চালুর ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পিত ৫০ লাখ ডলারের ‘গোল্ডেন ভিসা’ কর্মসূচির জন্য নতুন একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন। বুধবার এক পোস্টে ট্রাম্প জানান, এই ভিসার জন্য আগ্রহীরা এখন goldvisa.us-এ গিয়ে নাম নিবন্ধন করতে পারবেন। খবর এএফপির।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘সোশ্যাল ট্রুথ’-এ লিখেছেন, ‘হাজার হাজার মানুষ জানতে চাইছে কীভাবে তারা বিশ্বের সেরা দেশ এবং বৃহত্তম বাজারে প্রবেশ করতে পারে।’

এ বছরের এপ্রিলে এয়ার ফোর্স ওয়ানে প্রথম এই ভিসার ঘোষণা দেন ট্রাম্প। তখন তিনি একটি স্বর্ণখচিত প্রোটোটাইপ কার্ডও প্রদর্শন করেন, যেখানে ছিল তার নিজের মুখের ছবি। তিনি জানিয়েছিলেন, মাত্র দুই সপ্তাহের মধ্যে এই বিশেষ পারমিট পাওয়ার সুযোগ থাকবে।

যদিও ভিসা কার্যক্রম এখনো শুরু হয়নি, তবে ওয়েবসাইটে আগ্রহীরা ইতোমধ্যে নাম, কাঙ্ক্ষিত ভিসা এবং ইমেইল জমা দিতে পারছেন। সাইটটির প্রধান শিরোনামে লেখা আছে—‘ট্রাম্প কার্ড আসছে’

ট্রাম্প দাবি করেছেন, প্রচলিত গ্রিন কার্ডের চেয়ে উচ্চমূল্যের এই ভিসা মূলত উদ্যোক্তাদের আকৃষ্ট করবে এবং যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমাতে ভূমিকা রাখবে।

ঘোষণাটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান এবং কড়া নীতির বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে।

এছাড়া ট্রাম্প জানিয়েছেন, এই ভিসা একদিন মার্কিন নাগরিকত্বের সম্ভাব্য পথ হয়ে উঠতে পারে। এমনকি রাশিয়ান অভিজাতদের জন্যও এ সুযোগ উন্মুক্ত থাকার ইঙ্গিত দেন তিনি। ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, তার লক্ষ্য হচ্ছে ‘দশ লাখ ট্রাম্প কার্ড’ বিক্রি করা।