বিয়ের নৌকা’ ডুবে শতাধিক বরযাত্রীর মৃত্যু। বিয়ে শেষে বরযাত্রীদের নিয়ে ফেরার পথে নাইজেরিয়ার মধ্যাঞ্চলেমঙ্গলবার (১৩ জুন) নাইজার নদীতে নৌকাটি নদীতে ডুবে যায়। দুর্ঘটনা কবলিত ওই নৌকাটিতে প্রায় ৩০০ যাত্রী ছিল। ঘটনার ‘প্রত্যক্ষদর্শীরা বলেন, বিয়ের নৌকাটি নাইজার রাজ্য থেকে অনুষ্ঠান শেষে কোয়ারা রাজ্যে ফিরছিল। পথে নৌকাটি পানিতে কিছুকে আঘাত করার পর উল্টে যায়।
বিয়ের নৌকা ডুবে শতাধিক বরযাত্রীর মৃত্যু
কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই বলেন, এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

আফ্রিকার দীর্ঘতম দুটি নদী নাইজার ও বেনু নদীর মোহনার কাছাকাছি এলাকায় এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। ২০২১ সালের মে মাসে নাইজার নদীর এ অঞ্চলে একটি নৌকা ডুবে ১৬০ জন মারা যান।
উল্লেখ্য, নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী, নিরাপত্তার ঘাটতি এবং বর্ষা মৌসুমে অতি বৃষ্টিপাতের কারণে প্রায়ই নৌকা ডুবির ঘটনা ঘটে থাকে।
আরও দেখুনঃ