শুধু বয়কট নয়, এবার নির্বাচন প্রতিহত করা হবে: রিজভী। বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, অক্টোবরে তফসিল ঘোষণা এবং ডিসেম্বরে নির্বাচন হবে। তিনি বলেন, ভোটার নেই, ভোট কেন্দ্র শূণ্য। সন্ধ্যা হলেই নির্বাচন কমিশন ফলাফল ঘোষনা করবে। ওই নির্বাচন শুধু বয়কট নয়, এবারের নির্বাচন প্রতিহত করা হবে। এই দেশের জনগণ তার সকল শক্তি দিয়ে অবৈধ দুরাচার এবং লুঠতন্ত্রের বিরুদ্ধে বর্তমান প্রধান নির্বাচন কমিশন ও কমিশনারদের নেতৃত্বে যে তামাশার নির্বাচন প্রতিহত করতে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ মাঠে নেমে পড়বে।
শুধু বয়কট নয়, এবার নির্বাচন প্রতিহত করা হবে: রিজভী
তিনি বলেন, সারাদেশের মানুষ ধিক্কার জানাচেছ সরকারকে। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সারাদেশে উত্তাল হয়ে উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে আজ দল মত নির্বিশেষে সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে যে তরঙ্গের সৃষ্টি হয়েছে আপনি এই তরঙ্গকে উপেক্ষা করে একদলীয় নির্বাচন করবেন। আর ভোট কেন্দ্রে ভোট নেই, শুধু আপনি ফলাফল ঘোষণা করবেন। এই হলো প্রধান নির্বাচন কমিশনের বর্তমান কাজ।
রোববার রাতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা অভিযোগ করে অবস্থান কর্মসূচির পর তাদের নামে নতুন করে ১১টি মামলা দেওয়া হয়েছে। গতকাল ও আজকে ৫৪৯কে আসামী করে মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে ১১টি মামলা দায়ের করা হয়েছে। আটক করা ২৫০ নেতাকর্মীকে, আহত হয়েছেন ৬৫০ জনের অধিক।

সমাবেশ প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি তিন চার বার রাষ্ট্র পরিচালনা করেছে পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করতে হবে র্দূভাগ্যজনক দু:খজনক। আমার পুলিশকে অভিহিত করেছি শান্তি শৃঙ্খলা ব্ সহযোগিতার জন্য। স্বাধীনতা যুদ্ধ পুলিশের অনুমতি নিয়ে হয়নি। নব্বইতে পুলিশের অনুমতি নিয়ে এরশাদ বিরোধী আন্দোলন হয়নি। রাজনৈতিক সমাবেশের পুলিশের অনুমতি সংবিধান পরিপন্থী। রাজনৈতিক দলের কাজ হচ্ছে পুলিশকে অবহিত করা, আর পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেওয়া।
তিনি বলেন, ভোটবিহীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপি’র এক দফার আন্দোলনে সমর্থন জানিয়েছেন দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ও শতকরা ৮০ ভাগের বেশি জনগণ। আজ শেখ হাসিনার পদত্যাগের দাবীতে ‘স্টেপ ডাউন শেখ হাসিনা’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে ভাইরাল হয়েছে।
আরও দেখুন: