সংসারে শান্তি আনার বুদ্ধি দিলেন প্রধানমন্ত্রী। উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্পত্তিতে নারীর অংশীদারিত্ব বাড়ানো সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ঘরেবাইরে নারীর অবদানের কথা উল্লেখ করেন। নারীর গৃহস্থালী কাজের যে স্বীকৃতি দেওয়া হয় না, সেটাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের যে আশ্রয়ণ প্রকল্প, তাতে নারী-পুরুষের সমান অধিকার দেওয়া আছে। তবে কোনো বিরোধ হলে জমির মালিকানা স্ত্রীর হাতে থাকবে। কারণ স্বামী যদি নতুন বউ আনতে চায়, সেটা তো হতে পারে না। তাই প্রকল্পের নীতিমালায় নারীর অধিকারের বিষয়টি উল্লেখ করা আছে।
সংসারে শান্তি আনার বুদ্ধি দিলেন প্রধানমন্ত্রী
নারী উদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সাপোর্ট দেওয়াসহ নারী উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নারীর অবদান বলতে গিয়ে তিনি ফিরে আসেন গৃহস্থালী কাজ প্রসঙ্গে। গৃহস্থালী কাজ জিডিপিতে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন, সে কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংসারে দুজনে হাত মিলিয়ে কাজ করলে তো ভালো হয়। স্বামী-স্ত্রী দুজনেই একসাথে অফিস থেকে ফিরলেন। বাসায় ঢুকেই স্ত্রীকে বলেন, চা বানাও। ছেলেরা যদি নিজে চা বানায়, মেয়েদের তো আরো কাজ থাকে, সেগুলো করতে সুবিধা হয়। স্বামীরা কাজকর্ম করে দিলে তো লজ্জার কিছু নেই। স্ত্রীও একটু ফুরসত পায়। দুজনে মিলে একসঙ্গে টিভি দেখা যায়। সময় কাটানো যায়। এ সময় তিনি হাস্যরস করে বলেন, সংসারে শান্তি আনার বুদ্ধি দিচ্ছি।
আরও দেখুনঃ