[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

সজনে পাতার যত ঔষধি গুণ

সজনে পাতার যত ঔষধি গুণ

সজনে পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা সজনে-পাতাকে বলে থাকেন, নিউট্রিশন্স সুপার ফুড এবং সজনে গাছকে বলা হয় মিরাক্কেল ট্রি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সজনে পাতার যত ঔষধি গুণ

সজনে-পাতায় ডিম থেকে প্রায় দুই গুন বেশি প্রোটিন রয়েছে এবং দুধের চেয়ে চার গুন বেশি ক্যালসিয়াম আছে। যা মানবদেহের জন্য খুব উপকারী। অন্ধত্ব দূর করতেও সজনে ডাটা ব্যাপক কার্যকারী, কারণ এতে আছে গাজর থেকেও চার গুন বেশি ভিটামিন-এ। তাই যারা অন্ধত্ব সমস্যায় ভুগে তারা সজনে পাতা খেলে উপকার পাবেন।

 

সজনে পাতার যত ঔষধি গুণ

 

Leave a Comment