মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামাসের সঙ্গে তুলনা করে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখান করেছে ক্রেমলিন। বক্তব্যে তিনি পুতিনকে ‘অত্যাচারী’ বলে উল্লেখ করেছেন।
পুতিনকে হামাসের সঙ্গে তুলনা করে বাইডেনের দেওয়া বক্তব্য প্রত্যাখান ক্রেমলিনের
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট ও রুশ ফেডারেশনকে লক্ষ্য করে বলা এ ধরনের বক্তব্য আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়।’
বাইডেন ওভাল অফিস থেকে বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া এবং হামাসের কারণে যুক্তরাষ্ট্রকে ইউক্রেন ও ইসরায়েলের পাশে দাঁড়াতে হয়েছে। তারা প্রতিবেশী গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে ধ্বংস করতে চাইছে।
তিনি বলেন, ‘আমরা হামাসের মতো সন্ত্রাসী এবং পুতিনের মতো স্বৈরাচারকে জিততে দিতে পারি না। আমি সেটা ঘটতে দেব না।’
পেসকভ গণমাধ্যমকে বলেন, ‘দেশের দায়িত্বশীল নেতাদের জন্য এই ধরনের বক্তব্য একেবারেই দায়িত্বহীন এবং এটি আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।’ তিনি বলেন, রাশিয়াকে ‘ধারণ’ করার মার্কিন প্রচেষ্টা অকার্যকর প্রমাণিত হবে।
আরও দেখুনঃ