[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন।এরমধ্যে রাজধানীতে ৫ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ৫ জন রয়েছে।ডেঙ্গু আক্রান্ত’ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৭৪৮ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ১ হাজার ৫১  জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬৯৭ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

 স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০ হাজার ১৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪১১ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৫ হাজার ৭৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

এতে বলা হয়,এ বছর ডেঙ্গু আক্রান্ত’ হয়ে সারা দেশে এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৩৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৬৬ হাজার ৬৫ জন এবং ঢাকার বাইরে ৭৯ হাজার ২৭০ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত ‘হয়ে সারাদেশে এ পর্যন্ত  ৭১৬ জন মারা গেছেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪২১ জন। এর মধ্যে ঢাকায় ৬১ হাজার ১৪১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৭৩ হাজার ২৮০ জন।

 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

 

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ২৭০ জন। এর মধ্যে ঢাকায় ৯০০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭০ জন।

আরও দেখুনঃ

Leave a Comment