Site icon জিলাইভ [ GLive ] | truth alone triumphs

অস্থির ফ্রান্সে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন ম্যাক্রোঁ

অস্থির ফ্রান্সে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন ম্যাক্রোঁ

রাজনৈতিক অস্থিতিশীলতায় দমবন্ধ করা ফ্রান্সে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এটি নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের সরকারি বাসভবন দপ্তর এলিসি প্রাসাদের এক উচ্চপদস্থ কর্মকর্তা, রয়টার্সকে বুধবার।

অফিস সূত্র জানায়, “অধিকাংশ আইনপ্রণেতা পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে নন। তারা স্থিতিশীলতা চান। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন বাজেট গৃহীত হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে পার্লামেন্টে স্থিতিশীলতা বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ। সবদিক বিবেচনা করে প্রেসিডেন্ট নতুন প্রধানমন্ত্রীর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি বাস্তবায়িত হবে।

 

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নো গত অক্টোবর পদত্যাগ করেন। তিনি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত এবং এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর ভূমিকায় আছেন। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরই লেকোর্নো পদ ছাড়বেন।

সম্প্রতি জাতীয় বাজেটের কাটছাঁট নিয়ে সরকারে ক্রমবর্ধমান অসন্তোষ দেখা দিয়েছে। ঋণের চাপ আর্থিক স্বচ্ছলতা বজায় রাখতে, গত সেপ্টেম্বরের প্রথম দিকে ফ্রান্সের মন্ত্রিসভা কল্যাণমূলক জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন খাত থেকে সরকারি বরাদ্দের মোট ,৪০০ কোটি ডলার ছেঁটে ফেলার প্রস্তাব পাস করে।

এতে সাধারণ জনগণ বিরোধী দলগুলো ব্যাপক ক্ষুব্ধ হন। পার্লামেন্টে আস্থাভোটের চ্যালেঞ্জে ফাঙ্কোইস বায়রো, লেকোর্নোর পূর্বসূরী প্রধানমন্ত্রী, হেরে যান এবং সেপ্টেম্বর পদত্যাগ করেন। ২৪ ঘণ্টার মধ্যে লেকোর্নোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ম্যাক্রোঁ।

 

তবে লেকোর্নো দায়িত্ব গ্রহণের মাত্র ২৭ দিন মন্ত্রিসভা গঠনের ১৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন। কারণকট্টর বামপন্থি দল ট্রেড ইউনিয়নের একাধিক ধর্মঘট কর্মসূচি ফলে সরকারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়নি।

লেকোর্নো ফ্রান্স টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “যে সংকটের মধ্যে আমরা আছি, আমি মনে করি এর থেকে উত্তরণ এখনও সম্ভব। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগের পরামর্শ দিয়েছি।

এই সাক্ষাৎকারের ২৪ ঘণ্টার মধ্যে এলিসি প্রাসাদ থেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা, বাজেট কেটে ফেলার কারণে জনগণের অসন্তোষ, এবং বিরোধী দলগুলোর চাপসব মিলিয়ে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা তৈরি করেছে।

সূত্র: রয়টার্স

Exit mobile version