আবিদুর রেজা খান | বাংলাদেশী রাজনীতিবিদ

0
32
আবিদুর রেজা খান । বাংলাদেশি রাজনীতিবিদ
আবিদুর রেজা খান । বাংলাদেশি রাজনীতিবিদ

আবিদুর রেজা খান বাংলাদেশের শরীয়তপুর জেলার রাজনীতিবিদ, সাবেক জাতীয় পরিষদ, সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও আইনজীবী ছিলেন।

আবিদুর রেজা খান | বাংলাদেশী রাজনীতিবিদ

 

আবিদুর রেজা খান | বাংলাদেশী রাজনীতিবিদ

 

জন্ম ও প্রাথমিক জীবন

আবিদুর-রেজা খান ২২ সেপ্টেম্বর ১৯২৭ সালে শরীয়তপুরের ভেদরগঞ্জের দিগর মহিষখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল হাকিম খান। রেজা মাদারীপুর জেলার কালকিনির গোপালপুর কাজি পরিবারের মনোয়ারা বেগমকে বিয়ে করেন। তাদের চার ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছেন।

তিনি নিজ গ্রামের মক্তবে ও চরভয়রা মাইনর স্কুলে এবং সরকারি ডামুড্যা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয়ে থেকে ১৯৪৪ সালে ম্যাট্রিক পাশ করে পরে সরকারি রাজেন্দ্র কলেজ হতে তিনি আইএ ও বিএ পাশ করেন। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন শাস্ত্রে এলএলবি ডিগ্রী নেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

রাজনৈতিক ও কর্মজীবন

আবিদুর-রেজা খান ছাত্রজীবনে রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৪৬ সালে তিনি সরকারি রাজেন্দ্র কলেজ মুসলিম ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৬০ সালে আইন পেশায় যোগদেন। একই সালে তিনি আওয়ামীলীগে যোগদান করে বিভিন্ন আন্দোলনে ভুমিকা রাখেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সংগঠক হিসেবে ভুমিকা রাখেন। বাংলাদেশের সংবিধান প্রণয়নেও তিনি ভুমিকা রাখেন। তিনি আওয়ামী আইনজীবী পরিষদের উপদেষ্টা ও ফরিদপুর জেলা মুসলিম ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

 

আবিদুর রেজা খান | বাংলাদেশী রাজনীতিবিদ

 

১৯৭০ সালের পাকিস্তান জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে তিনি ভেদরগঞ্জ-গোসাইরহাট জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৎকালীন ফরিদপুর-১৮ (বর্তমানে বিলুপ্ত) সংসদ-সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে তিনি ছিলেন অবিভক্ত মাদারীপুর জেলার সাবেক গভর্নর। ১৯৭৮ সালে তিনি আওয়ামী লীগ (মিজান) এর জাতীয় কমিটির সহসভাপতি ছিলেন।

১৯৮২ সালে তিনি আওয়ামীলীগে কয়েক মেয়াদে আমৃত্যু শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যু

আবিদুর-রেজা খান ৩ সেপ্টেম্বর ২০০৫ সালে ঢাকার শমরিতা হাসপাতালে মৃত্যুবরণ করেন। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়

আরও দেখুনঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here