Site icon জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ইউরোপের সেই গ্রাম, যেখানে শুধু বসবাসেই মিলছে ২৭ লাখ টাকা

ইউরোপের সেই গ্রাম, যেখানে শুধু বসবাসেই মিলছে ২৭ লাখ টাকা

ভাবুন, এমন এক জায়গায় যদি থাকতে পারেন যেখানে শুধু বসবাস করলেই পাওয়া যাবে প্রায় ২৭ লাখ টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব ইউরোপের দেশ ইতালিতে।

দেশটির মধ্যাঞ্চলীয় তুসকানি অঞ্চলের ছোট্ট শহর রাদিকনদোলি-তে স্থানীয় প্রশাসন জনসংখ্যা বাড়াতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সেখানে বসবাসের জন্য আগ্রহীরা পাচ্ছেন প্রায় ২৩ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকারও বেশি) প্রণোদনা।

 

একসময় রাদিকনদোলিতে প্রায় তিন হাজার মানুষ বসবাস করতেন। কিন্তু বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৯৬৬ জনে। শহরটির প্রায় ৪৫০টি বাড়ির মধ্যে ১০০টি এখন খালি পড়ে আছে।

এই ক্রমহ্রাসমান জনসংখ্যা রোধে ২০২৩ সালে শুরু হয় এই অনন্য কর্মসূচি।

 

কর্মসূচির আওতায়, যে কেউ যদি শহরের কোনো খালি বাড়ি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, তিনি পাবেন:

সহায়তার ধরন পরিমাণ মন্তব্য
বাড়ি কেনার সহায়তা ২৩,০০০ মার্কিন ডলার স্থায়ীভাবে বসবাসের শর্তে
অতিরিক্ত ব্যয় (পরিবহন, স্থানান্তর ইত্যাদি) সর্বোচ্চ ৬,০০০ ইউরো এককালীন সহায়তা
বাড়িভাড়া ভর্তুকি প্রথম ২ বছরের ৫০% ২০২৫ থেকে কার্যকর

 

বর্তমানে রাদিকনদোলিতে একটি বাড়ির গড় মাসিক ভাড়া প্রায় ৪০০ ইউরো। তবে সরকারি ভর্তুকির ফলে এটি নেমে আসবে মাত্র ২০ ইউরোতে — যা প্রায় বিনা খরচেই বসবাসের সমান।

 

স্থানীয় মেয়র ফ্রানচেসকো গুয়ারগুয়ালিনি বলেন, “এই প্রকল্পটি আমরা দুই বছর আগে শুরু করেছিলাম, এখন এটি আরও উন্নত করছি। ২০২৫ সালের জন্য আমরা প্রায় ৪ লাখ ৬৫ হাজার ডলার বরাদ্দ রেখেছি, যা বাড়ি কেনা, ভাড়ার সহায়তা, শিক্ষার্থী, গণপরিবহন এবং পরিবেশবান্ধব শক্তির প্রকল্পে ব্যয় হবে।”

তিনি আরও বলেন, “এ পরিকল্পনা এক ইউরো মূল্যের বাড়ি বিক্রির তুলনায় অনেক বেশি কার্যকর। এখানে বাড়ির দাম ৫০ হাজার থেকে ১ লাখ ইউরোর মধ্যে, এবং অধিকাংশ বাড়িই ভালো অবস্থায় আছে, কিছু বাড়িতে সামান্য সংস্কার প্রয়োজন।”

আবাসন নীতির শর্ত

বিষয় শর্ত
স্থায়ীভাবে বসবাসকারীদের জন্য অন্তত ১০ বছর সেখানে থাকতে হবে
ভাড়াটিয়াদের জন্য অন্তত ৪ বছর বসবাসের বাধ্যবাধকতা

 

জনসংখ্যা হ্রাসের প্রবণতা ঠেকাতে এর আগেও ইতালির আরও কয়েকটি অঞ্চল একই ধরনের কর্মসূচি চালু করেছে — যেখানে পরিত্যক্ত গ্রামগুলোতে নতুন বসতি স্থাপনে দেওয়া হয় অর্থনৈতিক প্রণোদনা ও কর ছাড়ের সুবিধা।

রাদিকনদোলির এই উদ্যোগ ইতালিতে জনসংখ্যা ধরে রাখার প্রচেষ্টার একটি নতুন ও বাস্তবসম্মত দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Exit mobile version