Site icon জিলাইভ [ GLive ] | truth alone triumphs

চাঁদপুরের হাজীগঞ্জে যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা ১ লাখ ৩৫ হাজার টাকা

চাঁদপুরের হাজীগঞ্জে যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা ১ লাখ ৩৫ হাজার টাকা

ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সদরে যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি পরিচালনা করেছে। রোববার রাতে সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা সদরের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে যৌথ বাহিনী ১৫০টি যানবাহনে তল্লাশি চালায়। এ সময়ে মোটরসাইকেল চালক ও প্রাইভেট কার মালিকদের বিরুদ্ধে ৮টি মামলা করা হয় এবং ১ লাখ ৩৫ হাজার টাকার জরিমানা আদায় করা হয়।

সঙ্গে সঙ্গে লাইসেন্সবিহীন ১১টি মোটরসাইকেল জব্দ করে হাজীগঞ্জ থানায় পাঠানো হয়েছে।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন ভঙ্গসহ সকল অবৈধ কর্মকাণ্ড দমনে সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে এবং তা অব্যাহত থাকবে।

Exit mobile version