বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক আলোচনা শুরু, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিকেলে বাংলাদেশ ও ব্রুনাই-দারুসসালামের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে সফররত ব্রুনাই দারুসসালাম সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ তাঁর দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক আলোচনা শুরু
তাঁদের বাংলাদেশ থেকে জনবল নিয়োগ, জ্বালানি ও বিমান চলাচল খাতে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে কথা বলার কথা রয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের আগে দুই নেতা বেশ কিছুক্ষণ একান্তে বৈঠক করেন।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে ব্রুনাইয়ের সুলতান এসে পৌঁছলে প্রধানমন্ত্রী টাইগার গেটে রাষ্ট্রীয় অতিথিকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। এদিকে দ্বিপাক্ষিক বৈঠকের পর, বাংলাদেশ ও-ব্রুনাই-দারুসসালামের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারকসহ বেশ কিছু নথি স্বাক্ষর ও বিনিময় হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন ।
আরও দেখুনঃ
- প্রথমবারের মত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে কাল
- মহাসমাবেশের নামে ‘ফ্লপ সমাবেশ’ করেছে বিএনপি : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
- ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা
- বঙ্গোপসাগরে সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত
- ভারত বিরোধিতা বিএনপি’র পুরানো অপকৌশল : ওবায়দুল কাদের
- দেশের সংবিধান সম্মত নির্বাচন হবে : ওবায়দুল কাদের