Site icon জিলাইভ [ GLive ] | truth alone triumphs

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ

পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্ত এলাকায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাতজুড়ে সীমান্তে পাকিস্তানি সেনাদের সঙ্গে আফগান সীমান্তরক্ষী বাহিনীর এই সংঘর্ষ চলে।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের স্থানীয় প্রশাসন জানিয়েছে, তালেবান যোদ্ধারা পাকিস্তানের অন্তত দুটি সীমান্ত চৌকি দখল করেছে। অন্যদিকে, পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে সীমান্তের পাঁচটিরও বেশি স্থানে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে, এবং তারা পাল্টা হামলা চালাচ্ছেন।

এর আগে, শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিমান হামলা চালানো হয়। ওই হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর শীর্ষ নেতা। এ ঘটনায় ইসলামাবাদকে সরাসরি দায়ী করে কাবুল।

এর পর থেকেই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, যা শনিবার রাতে রূপ নেয় খোলা সংঘর্ষে।

সূত্র: রয়টার্স

Exit mobile version