Home সকল ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরনকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরনকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

0
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরনকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
Sheikh Hasina, শেখ হাসিনা
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরনকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাঃ প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ফ্রা’ন্সের প্রেসিডেন্ট পদে পুন:নির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাকরনকে শুভেচ্ছা জানিয়েছেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনাা ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনকে দেয়া এক অভিনন্দন বার্তায় বলেন,  ‘ফ্র্যান্সের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।  এই বিজয়ে আপনার প্রতি ফরাসী জনগনের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।’ বার্তায় বলা হয়, ‘দেশটির জনগনের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে আপনার উদ্যোগ ও প্রতিশ্রুতি আপনাকে পুনরায় নির্বাচিত করেছে।’ এতে আরও বলা হয়, ‘আপনারই কথামতো এই নির্বাচন ছিল ইউরোপীয় ইউনিয়ন, ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্বের জন্য একটি গণভোট।’
শেখ হাসিনা বার্তায় ম্যাকরনকে বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ফ্রা’ন্সের জনগন তাঁর মূল্যবোধ ও ভিশনের কারনেই তাকে এই রায় দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশা¦স যে আপনার সক্ষম নেতৃত্বে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বাইরেও,  বৈশ্বিক পযার্য়ে অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরনকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের কথা স্মরন করে, পারস্পারিক সার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দু’দেশের মধ্যকার এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরো দৃঢ় ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন। শেখ হাসিনা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্যবসা বাণিজ্যে সহযোগিতা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে আমাদের প্রচেষ্টায় ফ্রান্স আমাদের পাশেই আছে বলে মনে করি।’  প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে জলবায়ু পরিবর্তন,জঙ্গিবাদ দমন, নিয়মিত অবিভাসন এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে ম্যাকরনের সঙ্গে তিনি ঘনিষ্ট ভাবে কাজ করার জন্য অধির আগ্রহে প্রতিক্ষা করছেন।
Sheikh Hasina, শেখ হাসিনা
Sheikh Hasina, শেখ হাসিনা
প্রধানমন্ত্রী গত বছরের নভেম্বর মাসে তাঁর ফ্রান্স সফরের কথা উল্লেখ কওে, তাঁর আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।  শেখ হাসিনা যতশিগগির সম্ভব সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য পুন:নির্বাচিত ফরাসী প্রেসিডেন্ট ম্যাকরনকে আমন্ত্রন জানান। শেখ হাসিনা বলেন, আপনি পুনরায় নির্বাচিত হলে বাংলাদেশ সফরে আসতে আপনার দেয়া প্রতিশ্রুতির সুযোগটি আমি নিচ্ছি। শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং আমি ঢাকায় আপনাকে এবং আপনার পতœীকে অভ্যর্থনা জানাতে অধির আগ্রহে অপেক্ষা করছি।’
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

ম্যাক্রোঁ ফের ফ্রান্সের প্রেসিডেন্ট

ইমানুয়েল ম্যাক্রোঁ ফের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে কট্টর ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ।
মধ্যপন্থী ম্যাক্রোঁ ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪ শতাংশ ভোট।

 

ম্যাক্রোঁ ফের ফ্রান্সের প্রেসিডেন্ট

স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে রাত ৮টা পর্যন্ত। এর আগে ১০ এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। ফ্রা’ন্সে ২০০২ সালের পর কোনো প্রেসিডেন্ট পরপর দু’বার নির্বাচিত হননি। ২০১৭ সালে প্রথমবারের মতো ফ্রা’ন্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ৪৪ বছর বয়সী ম্যাক্রোঁ। এদিকে আবারও প্রেসিডেন্ট পদে জয়ী হয়ে ঐক্যের ডাক দিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। সমর্থকদের উদ্দেশে তিনি দেশের বিভাজন দূর করার অঙ্গীকার করে বলেন, প্রেসিডেন্ট সবার জন্য। ফ্রা’ন্সের কেন্দ্রস্থলে চ্যাম্প ডি মার্সে বিজয়ী বক্তব্যে ম্যাক্রোঁ প্রতিশ্রতি দিয়েছেন যে তার পরবর্তী পাঁচ বছরের মেয়াদে ভোটারদের হতাশার জবাব দেবেন যারা লে পেনকে সমর্থন করেছেন।

 

ম্যাক্রোঁ ফের ফ্রান্সের প্রেসিডেন্ট

আরও দেখুনঃ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here