Home সকল বিয়ে করছেন মিয়া খালিফা!

বিয়ে করছেন মিয়া খালিফা!

0
বিয়ে করছেন মিয়া খালিফা!

খবরে প্রকাশ বিয়ে করছেন মিয়া খালিফা। পর্নো দুনিয়ার একটি আলোচিত নাম। গত কয়েক বছর ধরেই গুগল সার্চে শীর্ষে থাকেন এই তরুণী। তবে সেসব ছাপিয়ে এই তারকা এখন শিরোনামে। সব বাদ দিয়ে তিনি নাকি বিয়ে করছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে তার বিয়ের খবর। সম্প্রতি তার আংটি বদলও হয়েছে। পাত্র প্রেমিক রবার্ট স্যান্ডবার্গ।

বিয়ে করছেন মিয়া খালিফা!, Mia Khalifa, মিয়া খলিফা (25)
Mia Khalifa, মিয়া খলিফা

 

[ বিয়ে করছেন মিয়া খালিফা! ]

দীর্ঘদিন ধরেই রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে প্রেম করছেন মিয়া খলিফা। বেশ কয়েকবার বিয়ের ঘোষণাও দিয়েছেন। কিন্তু সেটি আর বাস্তবে রূপ নেয়নি। অবশেষে আংটি বদল করলেন লেবাননীয় বংশোদ্ভূত মার্কিন এই পর্নো তারকা।

Mia Khalifa, মিয়া খলিফা
Mia Khalifa, মিয়া খলিফা

 

তার প্রেমিক রবার্ট স্যান্ডবার্গ পেশায় একজন শেফ। তার সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করে জনপ্রিয় মাধ্যমে ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দিলেন মিয়া খলিফা। সঙ্গে সঙ্গে নেট-দুনিয়ায় এ খবর ভাইরাল।

ভিডিওতে দেখা গেল, বালিশের নিচে সুন্দর হীরার আংটি লুকিয়ে রেখেছিলেন রবার্ট। সেই আংটি দেখার পর বিস্মিত হন মিয়া। গত ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের শিকাগোর এক রেস্তোরাঁয় ডিনার ডেটের আয়োজন করেন রবার্ট। সেখানেই আনুষ্ঠানিকভাবে মিয়াকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

Mia Khalifa, মিয়া খলিফা
Mia Khalifa, মিয়া খলিফা

 

মিয়া খলিফা [ ميا خليفة‎‎, বা মিয়া ক্যালিস্টা একজন লেবানিয়-মার্কিন সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব, ওয়েবক্যাম মডেল এবং প্রাপ্তবয়স্ক মডেল, যিনি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত পর্নোগ্রাফিক অভিনেত্রী হিসেবে সংক্ষিপ্ত কর্মজীবনের জন্য পরিচিত। বৈরুতে জন্ম নিয়ে খলিফা ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অক্টোবর ২০১৪ সালে তিনি পর্নোগ্রাফি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং ডিসেম্বরে পর্নহাব ওয়েবসাইট তালিকায় শীর্ষ স্থানে অবস্থান নেন। তার পেশা নির্বাচন মধ্যপ্রাচ্যে বিতর্কের বিষয় হয়েছিল, বিশেষ করে একটি ভিডিও, যেখানে তিনি ইসলামিক হিজাব পরিহিত অবস্থায় যৌনকর্ম সঞ্চালন করেছিলেন। যদিও প্রায় তিন মাস পরই তিনি পর্ন শিল্প থেকে অবসর নিয়েছিলেন। বর্তমানে তিনি ক্রীড়া ভাষ্যকার হিসেবে কাজ করছেন।

 

বিয়ে করছেন মিয়া খালিফা!

 

গ্যালারি:

 

আরও দেখুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here