Site icon জিলাইভ [ GLive ] | truth alone triumphs

মুসলমানরা এক হলে কেউ আক্রমণের সাহস পাবে না: এরদোয়ান

শনিবার এক বক্তৃতায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, মুসলমানরা এক হলে কেউ আক্রমণের সাহস পাবে না। এ সময় পশ্চিমা দেশগুলোতে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া এবং জেনোফোবিয়া ‘মোকাবেলায় মুসলমানদের সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ দ্য পাকিস্তানি ডিসেন্ট অফ নর্থ আমেরিকা (এপিএনএ) এর ৪৬তম বার্ষিক কনভেনশনের গালা ডিনারে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন এরদোয়ান। 

মুসলমানরা এক হলে কেউ আক্রমণের সাহস পাবে না: এরদোয়ান

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সুইডেনে ঈদুল আযহার প্রথম দিনে আমাদের পবিত্র গ্রন্থ কুরআনের উপর জঘন্য হামলা ইসলামোফোবিয়ার ভয়ঙ্কর মাত্রা প্রকাশ করে।’

 

 

এই সময় এরদোয়ান এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল মুসলমানের দায়িত্বের উপর জোর দেন। তিনি বলেন, ‘আমাদের সকলের, সব মুসলমানের এই ধরনের কাজগুলোর তীব্র প্রতিক্রিয়া দেখানো মহান দায়িত্ব। আমরা যদি এক হৃদয় এবং এক কব্জি হয়ে কাজ করি, তাহলে বিশ্বের কেউ মুসলমানদের পবিত্রতাকে আক্রমণ করার সাহস পাবে না।’

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ইরাকি খ্রিস্টান অভিবাসী সুইডেনে ঈদুল আজহার দিনে পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেয়। এরপরই বিশ্বব্যাপী এর ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। মুসলিম দেশগুলো কড়া ভাষায় নিন্দা জানায়। বিশ্বের তীব্র নিন্দার মুখে সুইডেন হামলাকারীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

 

 

পবিত্র কোরআনে আগুন দেওয়ায় বাংলাদেশ, পাকিস্তান ও ইরাকে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মরক্কো সুইডেনে তার দূতকে প্রত্যাহার করেছে, ইরান সুইডেনে নতুন রাষ্ট্রদূত নিয়োগে বিলম্ব করেছে এবং অন্যান্য দেশ স্টকহোমের ঘটনায় নিন্দা জানিয়েছে।

আরও দেখুনঃ

Exit mobile version