Site icon জিলাইভ [ GLive ] | truth alone triumphs

রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ

রাশিয়ার ব্যাপক হামলায় লক্ষ্যবস্তু ইউক্রেনের রাজধানী কিয়েভ

ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রুশ সেনারা রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ব্যাপক হামলা চালাচ্ছে, যা এখনো চলমান। সর্বশেষ তথ্য অনুযায়ী, হামলায় ড্রোন ও মিসাইল ব্যবহৃত হচ্ছে।

 

পর্যবেক্ষকরা জানিয়েছেন, ২০২২ সালে পূর্ণমাত্রার হামলার পর আজকের আক্রমণ কিয়েভ ও আশপাশের এলাকায় সবচেয়ে বড়।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, আজকের হামলায় ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে ১২ বছর বয়সী একটি মেয়ে,

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিল সাইবিহা জানিয়েছেন, রাশিয়া কিয়েভে একটি “বড়” হামলা চালিয়েছে। এতে কয়েকশ ড্রোন ও মিসাইল ব্যবহৃত হয়েছে। তিনি আরও বলেন, রাশিয়াকে আটকাতে শাস্তিমূলক নিষেধাজ্ঞা অপরিহার্য। তার পোস্ট অনুযায়ী: “যুদ্ধ চালিয়ে যাওয়ার ঝুঁকি ব্যক্তিগতভাবে পুতিন, তার দল, তার অর্থনীতি এবং সরকারের ওপর প্রতিফলিত হওয়া উচিত। এর মাধ্যমে যুদ্ধ বন্ধ করা সম্ভব হবে।”

 

আজকের হামলায় জাপোরিঝিয়াসহ অন্যান্য অঞ্চলও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, জাপোরিঝিয়ায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

কিয়েভে অসংখ্য ড্রোন লক্ষ্যবস্তুতে দেখা গেছে। ইউক্রেনি সেনারা এগুলো ভূপাতিত করতে প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করছেন, যার শব্দ কয়েক ঘণ্টা ধরে শোনা গেছে। স্থানীয় সময় সকাল ৯:১৫ পর্যন্ত হামলা চলেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাশিয়ার হামলায় একটি কার্ডিওলজি হাসপাতালে আগুন লেগেছে।

জীবন রক্ষার জন্য অনেক কিয়েভবাসী ভূর্গভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন।

সূত্র: রয়টার্স

Exit mobile version