Site icon জিলাইভ [ GLive ] | truth alone triumphs

রাশিয়ার সঙ্গে লোভনীয় পুরান কার ব্যবসা বন্ধ করল জাপান

রাশিয়ার সঙ্গে লোভনীয় পুরান কার ব্যবসা বন্ধ করল’ জাপান।ইউক্রেনের রাশিয়া হামলা চালানোর পর আন্তর্জাতিক মোটর কোম্পানিগুলো রাশিয়া ছেড়ে চলে গেছে। এরফলে দেশটিতে জাপানী পুরানো গাড়ীর চাহিদা দ্রুত বেড়ে যায়। 

রাশিয়ার সঙ্গে লোভনীয় পুরান কার ব্যবসা বন্ধ করল জাপান

জাপানীদের জন্য গাড়ি মেরামত করার চেয়ে নতুন গাড়ি কেনা সস্তা হওয়ায় তারা পুরান গাড়িগুলো বেঁচে দিতে বাধ্য হন। এরপর এসব পুরান গাড়ি বিদেশি রপ্তানি করা হয়। ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় এ গাড়ি রপ্তানি বন্ধ করাল জাপান। দুই দেশের মধ্যে এ ব্যবসার বার্ষিক পরিমাণ ২০০ কোটি ডলার। 

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গত আগষ্ট মাসের প্রথম দিকে জাপান সরকার পুরান কার বাদে সব পণ্য রপ্তানি নিষিদ্ধ করে। জাপান থেকে পুরান টয়োটা, নিশান ও হোন্ডা কার রাশিয়া রপ্তানি করা হতো। জাপানের পুরানোর গাড়ির এক চতুর্থাংশ কারের গ্রাহক ছিল রাশিয়া।জাপানের ব্যবহৃত বা পুরান গাড়ি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে টোকিও।

 

 

আরও দেখুনঃ

 

Exit mobile version