যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ভয়াবহ সাইবার হামলা চালিয়েছে রেডিয়েন্ট নামের একটি হ্যাকার গ্রুপ। এ ঘটনায় ১৮টি নার্সারি স্কুলের ৮ হাজারেরও বেশি শিশুর ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে জানা গেছে। হ্যাকার গ্রুপটি নিজেদের ডার্ক ওয়েব পোর্টালে দায় স্বীকার করেছে।
প্রমাণ হিসেবে রেডিয়েন্ট ১০ জন শিশুর:
- নাম
- ছবি
- বাড়ির ঠিকানা
- পরিবার-সংক্রান্ত তথ্য
ডার্ক ওয়েব পোর্টালে প্রকাশ করেছে।
তাদের হুমকি: “পরবর্তী ধাপে আরও ৩০ জন শিশু এবং অন্তত ১০০ জন স্টাফের ব্যক্তিগত তথ্য প্রকাশ করব।”
কার তথ্য চুরি হলো
- আক্রান্ত ১৮টি স্কুল কিডো ইন্টারন্যাশনাল নামের যুক্তরাজ্যভিত্তিক নার্সারি ও ডে কেয়ার সেন্টার সেবাদানকারী একটি বৃহৎ প্রতিষ্ঠানের আওতাভুক্ত।
- কিডো ইন্টারন্যাশনালের কোনো কর্মকর্তা এই বিষয়ে রয়টার্সকে সাড়া দেননি।
রেডিয়েন্ট হ্যাকাররা গোপন মেসেজিং অ্যাপের মাধ্যমে রয়টার্সকে জানায়:
- তারা কয়েক সপ্তাহ ধরে কিডো ইন্টারন্যাশনালের নেটওয়ার্কের ভেতরে অবস্থান করছিল।
- প্রতিষ্ঠানের কাছে তারা অর্থ দাবি করেছে।
- যদি অর্থ পরিশোধ না করা হয়, তবে ধাপে ধাপে ৮ হাজার শিশুর সব তথ্য এবং কর্মীদের তথ্য ডার্ক ওয়েবে প্রকাশ করা হবে।
তবে হ্যাকাররা কত টাকা দাবি করেছে তা স্পষ্ট করেনি। নিজেদের পরিচয় সম্পর্কে তারা দাবি করেছে যে তারা রাশিয়ার নাগরিক এবং সেখানেই বসবাস করে, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেয়নি।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ (মেট) জানিয়েছে:
- তাদের সাইবার ক্রাইম ইউনিট ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
- তদন্ত এখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ পর্যায়ে রয়েছে।
- এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
চলতি বছর লন্ডনে একাধিক সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই হামলার পর প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করেছে হ্যাকাররা।
যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার (GCHQ) অধীনস্থ ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের কর্মকর্তা জোনাথন এলিসন বলেন: “সাইবার অপরাধীরা অর্থের সম্ভাবনা দেখলেই যে কাউকে লক্ষ্যবস্তু বানাতে পারে। তবে অর্থের জন্য শিশুদের টার্গেট করা অত্যন্ত জঘন্য।”