![শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ] শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ]](https://glive24.com/wp-content/uploads/2021/08/GLive-60-1-768x402.jpg)
শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ] : মা বাবার দেয়া প্রকৃত নাম তার শামসুন্নাহার স্মৃতি। কালের আবর্তে আজ পরীমনি নামেই সবাই তাকে চেনে। তিনি এখন বাংলাদেশী চলচ্চিত্রের একজন নামকরা অভিনেত্রী ও মডেল। তার ভক্তরা তাকে ডাকে “ডানা কাটা পরী” বা শুধু-ই “পরী” নামে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতায় তার ভেরিফাইড পাতায় যুক্ত রয়েছে প্রায় ৯২ লাখ জন। পরিমনির বড় পর্দায় অভিষেক হয় ২০১৫ সালে, “ভালোবাসা সীমাহীন” চলচ্চিত্রের মাধ্যমে। ২০১৫ সালে “রানা প্লাজা” ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন।
Table of Contents
শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ]
![শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ] 1 Pori Moni, Bangladeshi Actress, পরীমনি, বাংলাদেশী অভিনেত্রী](https://glive24.com/wp-content/uploads/2022/02/Pori-Moni-Bangladeshi-Actress-পরীমনি-পরিমনি-পরি-মনি-বাংলাদেশী-অভিনেত্রী-65-218x300.jpg)
২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন এর প্রকাশিত এশিয়ার সেরা ১০০ জন ডিজিটাল তারকার তালিকায় উঠেছে পরীমনির নাম। সেই একই তালিকায় তার সাথে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিতের মতো কিংবদন্তি বলিউড তারকার নাম। ফোবার্সের ওই তালিকায় তার সম্পর্কে লেখা হয়েছে – পরিমনির ফেসবুকে প্রায় ১ কোটি অনুসারী রয়েছে এবং তার প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি।
সম্প্রতি আবার নতুন করে ‘টক অফ দ্য কান্ট্রি’ হয়ে উঠেছেন পরী। তবে সেটি তার অভিনয়ের কারণে নয়, একটু ভিন্ন কারণে। তাই তাকে নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা কৌতূহল। আজ জেনে নেয়া যাক গ্রামের মেয়ে শামসুন্নাহার স্মৃতি থেকে আজকের পরীমনি হয়ে উঠার গল্প:
![শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ] 2 google news](https://glive24.com/wp-content/uploads/2023/01/google-news.jpg)
পরীমনির জন্ম ও বেড়ে ওঠা:
পরীমনির জন্ম ১৯৯২ সালে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় এক মুসলিম পরিবারে। জন্মের সময় তার নাম দেয়া হয় শামসুন্নাহার স্মৃতি। উনিশ শতকের শেষের দিকে পরীমনির মা সালমা সুলতানা ঢাকায় একটি বাসায় রহস্যময়ভাবে এক দুর্ঘটনায় আগুনে পুড়ে গুরুতরভাবে দগ্ধ হন। তখন পরীর বয়স মাত্র তিন বছর।
তার নমের বিষয়ে পরী বলেন – আমার পরী নামটা আমার নানিমনির দেয়া। তার নানির নাম ছিল পরীবিবি। আমার জন্মের কিছুদিন আগে তার নানি মারা যান আর আমার জন্মের পর আমার নাম পরী হয়ে যায় আর মনিটা সবাই আদর করেই চালু করে দিল আমার সার্টিফিকেট নাম শামসুন্নাহার স্মৃতি।
![শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ] 3 Pori Moni, Bangladeshi Actress, পরীমনি, পরী মনি, পরিমনি, পরি মনি, বাংলাদেশী অভিনেত্রী, বাংলাদেশের চলচ্চিত্র, অভিনয়শিল্পী, অভিনেতা, শিল্পী](https://glive24.com/wp-content/uploads/2022/02/Pori-Moni-Bangladeshi-Actress-পরীমনি-পরিমনি-পরি-মনি-বাংলাদেশী-অভিনেত্রী-46-300x300.jpg)
বাবা মনিরুল ইসলাম তার এই ছোট সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েন। তিনি পরীকে তার নানা শামসুল হক গাজীর কাছে রেখে, ঢাকায় এক হাসপাতালে পরীর মায়ের চিকিৎসা করাতে থাকেন। দুর্ঘটনার দুই মাসের মাথায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীর মা মারা যান। মাত্র তিন বছর বয়সেই মা হারা হন পরী।
মা মারা যাবার পরে তিনবছর বয়সী ছোট শিশু পরীমনি নানা বাড়িতেই লালিত-পালিত হতে থাকেন। তার নানা-নানি ও খালার পরীকে দেখভাল করতো। পরীর বাবা পুলিশের চাকরি করতেন, তাই সন্তানকে সাথে রেখে মানুষ করা তার জন্য কঠিন ছিল। এজন্য পরীর শৈশব ও তারুণ্য কাটে মামা বাড়িতেই।
পরীমনির শিক্ষাজীবন :
পরীমনিকে ছোটবেলা থেকে লেখাপড়া করানোর বিষয়ে আন্তরিক ছিলেন তার নানা নানি। তার নানা-নানি দুজনেই ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা। পরী মাতৃশিক্ষায়তন থেকে মাধ্যমিক পাশ করে। এর পর তিনি পিরোজপুরেই উচ্চ মাধ্যমিক শেষ করেন। তারপর উচ্চতর শিক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ভর্তি হন। তবে সেখানে আর লেখাপড়া নিয়মিত করেনি। ওই কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর কবিরের ভাষ্যে, “স্মৃতি ২০১১–১২ সাল নাগাদ ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৩.৫ পেয়ে আমাদের কলেজে ভর্তি হতে আসেন। তবে ভর্তি হবার পরে আর কলেজে আসেনি”। এরপর পরী সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে ভর্তি হয়। তবে স্নাতক পড়ালেখা চলাকালীন সময়েই ২০১১ সালে ঢাকা চলে আসেন। তাই পরীর একাডেমিক লেখাপড়া অসম্পূর্ণই থেকে যায়।
![শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ] 4 Pori Moni, Bangladeshi Actress, পরীমনি, পরী মনি, পরিমনি, পরি মনি, বাংলাদেশী অভিনেত্রী, বাংলাদেশের চলচ্চিত্র, অভিনয়শিল্পী, অভিনেতা, শিল্পী](https://glive24.com/wp-content/uploads/2022/02/Pori-Moni-Bangladeshi-Actress-পরীমনি-পরিমনি-পরি-মনি-বাংলাদেশী-অভিনেত্রী-44-300x215.jpg)
পরী অভিনয়ও কোথাও প্রাতিষ্ঠানিক ভাবে শেখেনি। অভিনয় সংক্রান্ত অন্যন কোন প্রশিক্ষণই তেমন হয়নি। শুধুমাত্র ঢাকায় এসে বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখেন।
পরীর যত বিয়ে :
পরীর প্রথম বিয়ে:
পরীর এসএসসি পাসের আগেই, নানার কথামত ২০১০ সালে গ্রামের জাকির হোসেনের ছেলে ইসমাইল হোসেনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। ইসমাইল এক পর্যায়ে মোটরসাইকেল কেনার জন্য যৌতুক হিসেবে টাকা দাবী করে। সেই টাকা দিতে না পারায় পরী ও ইসমাইলের সম্পর্ক খারাপ হতে থাকে। বিয়ের ২ বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।
পরীর ২য় বিয়ে:
২৮ এপ্রিল ২০১২ সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সাথে পরীর বিয়ে হয়। সেই বিয়েটি টেকেনি।
পরীর ৩য় বিয়ে:
সাংবাদিক তামিম হাসানের সাথে পরীমণির ২০১৬ সাল থেকে প্রেম ছিল। ২০১৯ সালের ভ্যালেন্টাইনস্ ডে তে বিয়ে করে সংসার পাতেন। তবে তাদের মধ্যে এই সম্পর্কটিও বেশি দিন টিকে থাকিনি এবং পরবর্তীতে বিবাহবিচ্ছেদ হয়।
পরীর ৪র্থ বিয়ে:
এরপর ২০২০ সালের ৯ মার্চ পরী পরিচালক কামরুজ্জামান রনিকে ৩ টাকা দেনমোহরে বিয়ে করেন ঘোষণা দেন। তবে সেই বিয়ে টেকেনি। ঐ বছরেই তাদের বিচ্ছেদ হয়।
পরীর ৫ম বিয়ে:
করোনার শুরুতে ২০২১ সালের ১৭ অক্টোবর, পরী অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। কয়েকমাস পর ২০২২ সালের ১০ জানুয়ারি পরী তার নিজের গর্ভাবস্থার খবর গণমাধ্যমকে জানান। গর্ভাবস্থার খবর প্রকাশের আগ পর্যন্ত শরিফুল রাজের সাথে বিয়ের বিষয়টি গোপন ছিলো। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
![শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ] 5 Pori Moni, Bangladeshi Actress, পরীমনি, পরী মনি, পরিমনি, পরি মনি, বাংলাদেশী অভিনেত্রী, বাংলাদেশের চলচ্চিত্র, অভিনয়শিল্পী, অভিনেতা, শিল্পী](https://glive24.com/wp-content/uploads/2022/02/Pori-Moni-Bangladeshi-Actress-পরীমনি-পরিমনি-পরি-মনি-বাংলাদেশী-অভিনেত্রী-74-300x176.jpg)
পরীর অভিনয় জীবন ও চলচ্চিত্র ক্যারিয়ার:
পরি তার বাবার মতো পুলিশ হতে চেয়েছিলেন, কিন্তু সেটা হয়নি। তার কর্ম জীবন শুরু হয় মডেলিং এর মাধ্যমে। কর্মজীবনের শুরুতে মডেলিং এর পাশাপাশি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকেই ছোটপর্দায় আসেন। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন।এ নাটকে আমিন খান, পপি তার সহশিল্পী ছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন।
ছোট পর্দা থেকেই তার রূপালী পর্দায় অভিষেক হয় তার। সাধারণত কোনো নবাগত অভিনেতা বা অভিনেত্রীর কোনো চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর বা ওই চলচ্চিত্র হিট হওয়ার পরই সাধারণ মানুষ ওই অভিনেতাকে চেনেন বা তার সম্পর্কে জানেন। এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন পরী।
![শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ] 6 Pori Moni, Bangladeshi Actress, পরীমনি, পরী মনি, পরিমনি, পরি মনি, বাংলাদেশী অভিনেত্রী, বাংলাদেশের চলচ্চিত্র, অভিনয়শিল্পী, অভিনেতা, শিল্পী](https://glive24.com/wp-content/uploads/2022/02/Pori-Moni-Bangladeshi-Actress-পরীমনি-পরিমনি-পরি-মনি-বাংলাদেশী-অভিনেত্রী-21-199x300.jpg)
২০১৩ সালের শেষের দিকে তিনি প্রথম ছবির শুটিং করেন তিনি। তবে আশ্চর্যজনক ভাবে ওই ছবি মুক্তি পাওয়ার আগেই তিনি ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দেন। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র।
কে এই পরীমনি? রীতিমতো হৈচৈ পড়ে যায় চারদিকে। কিন্তু অতি অল্প সময়ে এত বেশি সংখ্যক ছবিতে অভিনয় করলেও আলোর মুখ দেখছিল না তার অভিনীত কোনো ছবি-ই। অবশেষে ২০১৫ সালের ২৭শে ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরীমনির প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’।
রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে অনেক বেশি আলোচনায় চলে আসেন পরী। সাভারের রানা প্লাজা ধস এবং এর পর চলা ১৭ দিন ব্যাপি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া পোশাক শ্রমিকদের উদ্ধারের গল্প নিয়ে ছিলো সিনেমাটি। মূল প্লট ছিলো পোশাক শ্রমীক রেশমাকে উদ্ধারের ঘটনাটি। এই ঘটনাকে কেন্দ্র করে বাণিজ্যিক প্রেমের সিনেমা ছিল ‘রানা প্লাজা’। ওই ছবিতে পেশাক শ্রমিক রেশমা’র ভূমিকায় অভিনয় করেন পরীমনি। তবে ছবিটি শেষ হবার পরে সেন্সর বোর্ডে জমা হলে জটিলতা শুরু হয়। ছবির বেশকিছু দৃশ্য, রানা প্লাজা ধসের চিত্রায়ন প্রভৃতি বিষয় নিয়ে সেন্সর বোর্ড আপত্তি তোলেন। তারপর আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়নি। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় । তবে শেষ পর্যন্ত যে ছবির কারণে পরী এতো আলোচনায় এলেন, সেই ছবি কিন্তু আর আলোর মুখ দেখেনি।
তবে সেই ছবি আলোর মুখ না দেখলেও পরী উঠে আসেন আরও আলোতে। এরপর অভিনয় করেন বেশ কয়েকটি ছবি ও বিজ্ঞাপন চিত্রে। বিভিন্ন পুরস্কারও জিতে নেন। আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
![শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ] 7 Pori Moni, Bangladeshi Actress, পরীমনি, পরী মনি, পরিমনি, পরি মনি, বাংলাদেশী অভিনেত্রী, বাংলাদেশের চলচ্চিত্র, অভিনয়শিল্পী, অভিনেতা, শিল্পী](https://glive24.com/wp-content/uploads/2022/02/Pori-Moni-Bangladeshi-Actress-পরীমনি-পরিমনি-পরি-মনি-বাংলাদেশী-অভিনেত্রী-67-300x300.jpg)
পরীমনির অভিনীত চলচ্চিত্রের তালিকা:
- ভালোবাসা সীমাহীন ( 2015 )
- পাগলা দিওয়ানা ( 2015 )
- দরদিয়া ( 2015 )
- আরো ভালোবাসবো তোমায় ( 2015 )
- লাভার নাম্বার ওয়ান ( 2015 )
- নগর মাস্তান ( 2015 )
- মহুয়া সুন্দরী ( 2015 )
- আমার মন জুড়ে তুই ( 2015 )
- রানা প্লাজা ( 2015 )
- সারপ্রাইজ ( 2015 )
- প্রবাসী ডন ( 2015 )
- ভালবাসার অনেক জ্বালা ( 2015 )
- মন জানেনা মনের ঠিকানা ( 2016 )
- কত স্বপ্ন কত আশা ( 2016 )
- রক্ত ( 2016 )
- পুড়ে যায় মন ( 2016 )
- ধূমকেতু ( 2016 )
- আপন মানুষ ( 2017 )
- সোনা বন্ধু ( 2017 )
- অন্তর জ্বালা ( 2017 )
- ইনোসেন্ট লাভ ( 2017 )
- স্বপ্নজাল ( 2018 )
- আমার প্রেম আমার প্রিয়া ( 2019 )
- বিশ্বসুন্দরী ( 2020 )
- স্ফুলিঙ্গ ( 2021 )
- অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ( 2021 )
- নদীর বুকে চাঁদ ( 2021 )
- বাহাদুরী ( 2021 )
- ক্ষত ( 2021 )
- প্রীতিলতা ( 2021 )
- ১৯৭১ সেই সব দিন ( 2021 )
- বায়োপিক ( 2021 )
পরীমনিকে নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক:
প্রেম নিয়ে বিতর্ক ও টান-পোড় :
বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরীমনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠা ছিলো খবর। আবার সেই সম্পর্কগুলো ভেঙে যাওয়ার বিভিন্ন ঘটনাও খবর। বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রেম, বিয়ে ইত্যাদি বিষয়ক ঘটনায় তিনি বহুবার খবরে থেকেছেন।
![শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ] 8 Pori Moni, Bangladeshi Actress, পরীমনি, পরী মনি, পরিমনি, পরি মনি, বাংলাদেশী অভিনেত্রী, বাংলাদেশের চলচ্চিত্র, অভিনয়শিল্পী, অভিনেতা, শিল্পী](https://glive24.com/wp-content/uploads/2022/02/Pori-Moni-Bangladeshi-Actress-পরীমনি-পরিমনি-পরি-মনি-বাংলাদেশী-অভিনেত্রী-56-199x300.jpg)
তামিম হাসানের সঙ্গে বাগদান:
সাংবাদিক তামিম হাসানের সঙ্গে পরীমনির প্রেম ও বাগদানের খবর প্রকাশিত হয়েছিল। যদিও বিয়ের আগেই তা ভেঙে যায়।
কামরুজ্জামান রনির সাথে বিয়ে:
করোনাকালের শুরুতে ৯ই মার্চ অভিনেত্রী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজী ডেকে বিয়ে করেন পরীমনি। পাত্র পরিচালক ও থিয়েটারকর্মী কামরুজ্জামান রনি। তিনি তার নিজের বিয়ের খবর জানান ফেসবুকে। সেখানে পরী লিখেছিলেন, ‘জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না?’ তবে বিয়ের কিছুদিন পরেই সে বিয়ে ভেঙে যাবার খবর চাউর হয়। সেই বিষয়ে পরী নিরব থাকেন। সেসময় গণমাধ্যম কর্মীদের বলতেন – তার বিয়ের প্রসঙ্গ এলে স্বামীর বিষয়ে যেন কোন প্রশ্ন না করা হয়। জানিয়ে দেন, বিয়ে নিয়ে তিনি কোনো কথা বলতে চান না।
এফডিসিতে কোরবানী:
ঈদুল আজহায় সহকারী শিল্পীদের জন্য এফডিসিতে বিরাট আয়োজনে কোরবানি করেন পরী। এই বিষয় নিয়েও তিনি সংবাদ শিরোনামে পরিণত হন। তবে বেশ কয়েক বছর ধরে নিয়মিতভাবে এ কাজটি করে আসছেন তিনি।
সাড়ে তিন কোটি টাকার গাড়ি :
সাড়ে তিন কোটি টাকার গাড়ি কিনে আলোচনায় আসেন পরী। সেই গাড়ি নিয়ে তিনি নিজে তার ফেসবুক পাতায় লেখেন। একই সাথে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হয়।
![শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ] 9 Pori Moni, Bangladeshi Actress, পরীমনি, পরী মনি, পরিমনি, পরি মনি, বাংলাদেশী অভিনেত্রী, বাংলাদেশের চলচ্চিত্র, অভিনয়শিল্পী, অভিনেতা, শিল্পী](https://glive24.com/wp-content/uploads/2022/02/Pori-Moni-Bangladeshi-Actress-পরীমনি-পরিমনি-পরি-মনি-বাংলাদেশী-অভিনেত্রী-29-229x300.jpg)
করোনাকালে পাঁচ তারকা হোটেলে জন্মদিন উদ্যাপন :
করোনাকালে পাঁচ তারকা হোটেলে নিজের জন্মদিন উদ্যাপন করে আলোচনার জন্ম দেন তিনি। তার আগে খবর জানা যায় – ২৪ অক্টোবর চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। বরাবরের মতো এবারও বিশেষ আয়োজনে নিজের জন্মদিন পালন করছেন এই নায়িকা। জানা গেছে, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে রোববার সন্ধ্যায় কাছের মানুষদের নিয়ে জন্মদিনের কেক কাটবেন পরী। এজন্য ‘গুনিন’ সিনেমার সেট থেকে ছুটি নিয়ে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা। প্রতিবছর জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড রাখেন। এবার সেই ড্রেস কোড পুরুষদের জন্য সাদা আর নারীদের জন্য লাল রঙা।
ডিবি কর্মকর্তা সাকলায়েনের সাথে সম্পর্ক :
বহুল আলোচিত বোট ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে পরিচয় ডিবি কর্মকর্তা সাকলায়েনের। সেই সূত্র ধরে গড়ে উঠেছিল ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর পরীমনির বাসায় যাতায়াত শুরু করেন তিনি। মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দুজনে। সর্বশেষ নায়িকা সাকলায়েনের বাসায় গিয়ে প্রায় ১৮ ঘণ্টা সময় কাটান।
র্যাবের হাতে পরীমনি গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন। পরীমনি গ্রেফতারের পর সবকিছু অকপটে স্বীকার করেছেন বলেও জানা গেছে।
![শামসুন্নাহার থেকে পরীমনি হয়ে ওঠার গল্প [ The story of becoming a Pori Moni from Shamsunnahar ] 10 Pori Moni, Bangladeshi Actress, পরীমনি, পরী মনি, পরিমনি, পরি মনি, বাংলাদেশী অভিনেত্রী, বাংলাদেশের চলচ্চিত্র, অভিনয়শিল্পী, অভিনেতা, শিল্পী](https://glive24.com/wp-content/uploads/2022/02/Pori-Moni-Bangladeshi-Actress-পরীমনি-পরিমনি-পরি-মনি-বাংলাদেশী-অভিনেত্রী-49-200x300.jpg)
গত ১৩ জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন চলচ্চিত্র নায়িকা পরীমণি। এরপর ওই ঘটনায় সাভার থানায় মামলা হয়। ওই মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েন। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলার সময় নায়িকা পরীমনির সঙ্গে সখ্য গড়ে ওঠে বলে অভিযোগ।
জিজ্ঞাসাবাদে পরীমনি জানিয়েছেন, নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলায়েনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার। এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন। এমনকি সাকলায়েন তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সর্বশেষ গত ১ আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরীমনি। সেখানে প্রায় ১৮ ঘণ্টা অবস্থান করেন।
গ্রেফতার ও জামিন :
বোট ক্লাব এর বিতর্কিত ঘটনার পরে ২০২১ সালের ৪ঠা আগস্ট পরীমনির বনানীর বাসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান চালায়। সেই অভিযান শেষে বাসায় অনুমোদন-হীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়। আটকের পরে প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৬ দিন কারাগারে থাকার পর ৩১ আগস্ট ২০২১ ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাকে জামিন দেন।
অন্যান্য:
গেল এপ্রিলেই চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের অবসরে ঘুরে আসেন সংযুক্ত আরব আমিরাত। দুবাই ভ্রমণের বেশকিছু ছবি পোস্ট করেন নিজের ফেসবুক পেইজে। সেসব ছবিতে দেখা যায় পরীমনি দুবাইয়ে কেনাকাটা সেরেছেন বিখ্যাত ফরাসি ফ্যাশন হাউজ লুই ভিঁটোয়। আরেক সন্ধ্যায় দুবাই মলের জমকালো আলোয় মোহনীয় রূপ ধরা দেন। আরেকটি ছবিতে নীল সমুদ্রের বুকে বিলাসবহুল ইয়টে যেমন চালকের আসনে দেখা গিয়েছিল পরীমনিকে তেমনি তপ্ত মরুর বুকে বাজপাখি হাতে ‘এরাবিয়ান স্টাইল’ এ-ও ধরা পড়েন পরীমনি।
আরও দেখুন:
পরীমনির ছবির গ্যালারি :