This post is also available in:
বাংলাদেশ
করোনা ঠেকাতে কোন টিকা কতটা কা, কোভিড-১৯ টি’কা একটি প্রকল্পিত টি’কা যা করোনাভাইরাস রোগ ২০১৯ (কোভিড-১৯) এর বিরুদ্ধে কাজ করবে। একটি ভাইরাস বিরোধী টি’কা যা লুই পাস্তুরের আবিষ্কৃত পদ্ধতির উপর প্রতিষ্ঠিত। কোভিড ১৯ অভিমারী এর পূর্বে, করোনাভাইরাস সংক্রান্ত রোগ যেমন গুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টি’কারী করোনাভাইরাস এবং মধ্যপ্রাচ্যীয় শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টি’কারী করোনাভাইরাস(সার্স) এর বিরুদ্ধে কার্যকর টি’কা আবিষ্কার এর লক্ষ্যে গবেষণালব্ধ কাজ করোনাভাইরাসের আকৃতি এবং কার্যপ্রকৃতি সম্পর্কে জ্ঞানলাভে সহায়তা করে; এই গবেষণালব্ধ জ্ঞান ২০২০ সালের প্রথমাংশে বিভিন্ন ভ্যাক্সিন তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
ফেব্রুয়ারি ২০২১-এর হিসাব অনুযায়ী, ক্লিনিক্যাল গবেষণায় মোট ৬৬টি টি’কা রয়েছে, যার মধ্যে ১৭টি প্রথম দশার ট্রায়ালে রয়েছে, ২৩টি প্রথম-দ্বিতীয় দশায় রয়েছে, ৬টি দ্বিতীয় দশায় রয়েছে, এবং ২০টি তৃতীয় দশায় রয়েছে।
করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ার পরই প্রাণঘাতী এই ভাইরাসের টি’কা আবিষ্কার করতে গবেষণা শুরু হয় পৃথিবীর বিভিন্ন দেশে। ইতোমধ্যে আবিষ্কারও করা হয়েছে বেশ কিছু ভ্যাক-সিন। এরমধ্যে অন্তত হাফডজন ভ্যাক-সিন বেশি মাত্রায় ব্যবহৃত হচ্ছে। আজকের প্রতিবেদনে বিভিন্ন দেশে যে টি’কাগুলো বেশি ব্যবহৃত হয়েছে, সেগুলোর কার্যকারিতা নিয়ে আলোকপাত করা হলো।
টি’কা সম্পর্কিত পরিসংখ্যানগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নেওয়া হয়েছে।
স্পুটনিক
সম্প্রতি বেলারুশে রাশিয়ার স্পুটনিক ফাইভ টি’কার একটি ক্যাম্পেইন চালানো হয়েছে। এতে টি’কাটির কার্যকারিতা পাওয়া গেছে ৯৬ দশমিক তিন শতাংশ। এই নভেম্বরেই ঘটেছে এ ঘটনা। এর আগে, জানা গিয়েছিল, এর কার্যকারিতা ৯৭ শতাংশ দশমিক দুই শতাংশ। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মডার্না
মডার্নার ভ্যাক-সিন নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, দুই ডোজ গ্রহণের পর ১৮ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এটা ৯৪ দশমিক এক শতাংশ কার্যকর। দ্বিতীয় ডোজ গ্রহণের ছয়মাস পর কিছু কিছু মানুষের বুস্টার ডোজ নেওয়া উচিত।
সিনোফার্ম
চীনের তৈরি সিনোফার্ম করোনা ভ্যাক-সিনের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তিন ধাপে এই টি’কার পরীক্ষা চালানো হয়। ২১ দিনের ব্যবধানে দুই ডোজ টি’কা দেওয়ার পর ৭৯ শতাংশ ক্ষেত্রে কার্যকর হয়েছে এই ভ্যাক-সিন।
This post is also available in:
বাংলাদেশ