This post is also available in:
বাংলাদেশ
বিশ্ব আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসঃ ১৯৯৫ সালকে জাতিসংঘ আন্তর্জাতিক দারি’দ্র্য দূরীকরণ বর্ষ ঘোষণা করে। জাতিসংঘ সাধারণ পরিষদের পর্যবেক্ষণে দেশে দেশে দারি-দ্র্য ও বঞ্চনা বিশেষ গুরুত্ব পায়। উন্নয়নশীল দেশগুলোয় ৯০ দশকের উন্নয়নে দারি-দ্র্য ও বঞ্চনা দূরীকরণ প্রাধান্য লাভ করে। এ বিবেচনায় দারি-দ্র্য ও বঞ্চনা দূরীকরণের জন্য সচেতনতা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এক্ষেত্রে কতিপয় এনজিওর উদ্যোগকে ১৯৯২ সালের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অভিনন্দন জানানো হয়।
আজ ১৭ অক্টোবর, জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস’। জাতিসংঘের উদ্যোগে প্রতিবছরই সারা বিশ্বে এই দিনে দিবসটি পালিত হয়। বিশ্বজুড়ে দারি’দ্র্য, ক্ষুধা ও মানুষের অসমতা দূর করাই দিবসটির মূল লক্ষ্য। দিবসটি আমাদের দেশেও গুরুত্বের সঙ্গে পালিত হয়।
বিশেষ করে ফ্রান্সভিত্তিক এনজিও এটিডি ফোর্থ ওয়ার্ল্ডসহ তাদের অতি দারি-দ্র্য দূরীকরণ আন্দোলনের সফলতায় ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারি’দ্র্য বিমোচন দিবস পালনের কথা পর্যালোচনা করা হয়। এ আলোকে সাধারণ পরিষদও উল্লিখিত সভায় ১৭ অক্টোবরকে আন্তর্জাতিক দারি’দ্র্য দূরীকরণ দিবস ঘোষণা করে।
আরও দেখুনঃ
- কৃষ্ণচূড়া-জারুল আভায় সেজেছে প্রকৃতি ছড়াচ্ছে সৌন্দর্য
- সজনে পাতার যত ঔষধি গুণ
- ইতিহাসের পাতায় ভাষা আন্দোলনের পাঁচজন ভাষাশহিদ
- শেখ রেহানা – এক এগারো আন্দোলনের নেপথ্যের নায়ক
- ওবায়দুল কাদেরঃ মানুষের দুর্ভোগ নিয়ে বিএনপি মিথ্যাচারের রাজনীতি করছে
- পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনাকে অসীম সাহসী বললেন চীনা দূত
This post is also available in:
বাংলাদেশ