দেড় মাস পর সুপ্রিমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

দেড় মাস পর সুপ্রিমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু,  গত ২ সেপ্টেম্বর থেকে  ১৫ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশ শেষে ৪৪ দিন পর আজ থেকে নিয়মিত-বিচারিক কার্যক্রম শুরু করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট।

দেড় মাস পর সুপ্রিমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

 

দেড় মাস পর সুপ্রিমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

 

আজ সকাল ৯টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। অপর চার বিচারপতি হলেন, বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি এম ইনায়েতুর রহিম। সকাল সাড়ে ৯টার পর বিরতিতে যান আপিল বিভাগ।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিমকোর্টের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

 

দেড় মাস পর সুপ্রিমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

 

সৌজন্য সাক্ষাত শেষে বেলা দেড়টা থেকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত ৫৫ টি বেঞ্চে শুনানি শুরু হয়েছে। আপিল বিভাগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বেঞ্চে আজ রোববারের কার্যতালিকায় শুনানির জন্য ১৬৫৮টি মামলা রয়েছে।

আরও দেখুনঃ

Leave a Comment