ভারতের রাষ্ট্রপতির নাম কি , চলছে জল্পনাকল্পনা, ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে

ভারতের রাষ্ট্রপতির নাম কি , চলছে জল্পনাকল্পনা, ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জুলাই। ২০১৭ সালের ২৪ জুলাই ভারতের ১৪তম রাষ্ট্রপতি দায়িত্ব নেন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সমর্থিত প্রার্থী রামনাথ কোবিন্দ। এনডিএকে মূলত তৈরি করেছিল বিজেপিই। বিহারের রাজ্যপাল তখন ছিলেন কোবিন্দ। দলিত সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য সেদিন রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি পদের জন্য বেছে  নিয়েছিল এনডিএ।

কিন্তু এবার আর দেশে সে আগের পরিস্থিতি নেই। ভাঙছে বিজেপির নেতৃত্বে গড়া এনডিএ। তাদের জোট শরিকের সংখ্যা কমছে । যার কারনে এনডিএর প্রার্থী হিসেবে কাউকে বেছে নেওয়া বিজেপির পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই রাষ্ট্র পতি নির্বাচন এগিয়ে এলেও মুখ খুলছে না এনডিএ বা বিজেপি । কারণ, এ মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সুবিধাজনক অবস্থায় নেই বিজেপি বা এনডিএ। বিষয়টি নিয়ে চুপচাপই আছেন তারা তারা।

 

ভারতের রাষ্ট্রপতির নাম কি , চলছে জল্পনাকল্পনা, ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে

 

ভারতের রাষ্ট্রপতির নাম কি , চলছে জল্পনাকল্পনা, ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে

 

ভারতের রাষ্ট্রপতির নাম কি , চলছে জল্পনাকল্পনা, ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে

 

সবশেষ নির্বাচনে রামনাথ কোবিন্দ দলিত শ্রেণির প্রার্থী হওয়ায় তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা প্রার্থী দাঁড় করিয়েছিলেন বিজেপিবিরোধীরা। কিন্তু নির্বাচনে ভারতের লোকসভার সাবেক স্পিকার ও দলিত নেতা জগজীবন রামের কন্যা মীনা কুমারী সেই নির্বাচনে বিপুল ভোটে হেরে যান। জয়ী হন রামনাথ কোবিন্দ।

এবার এখন পর্যন্ত কোনো দল রাষ্ট্র পতি পদে প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে রাজনৈতিক মহলের খবর হলো পাঞ্জাবের শিরোমণি আকালি দল, শিবসেনা, চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, নবীন পট্টনায়কের বিজু জনতা দল, জগমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির পাশে না-ও থাকতে পারে। তাই বিজেপি এসব বুঝে নতুন করে জয়ের জন্য অঙ্ক কষা শুরু করলেও জয়ের ব্যাপারে বিজেপি নেতাদের শঙ্কা কাটেনি।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ভারতের রাষ্ট্র পতি নির্বাচন করেন দেশটির আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা এবং ৩৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত শাসিত অঞ্চলের বিধায়কেরা। বর্তমানে সারা দেশে ৪ হাজার ১২৮ জন বিধায়ক রয়েছেন। তাঁদের মধ্যে শুধু বিজেপির বিধায়কই আছেন ১ হাজার ৩০৬ জন। অপর দিকে বিজেপিবিরোধী বিধায়কের সংখ্যা ২ হাজার ৮২২ জন। তাই এই সংখ্যা নিয়ে বিজেপি বা এনডিএ জোটের লড়াই করে জেতা অনেকটাই কঠিন হয়ে পড়ছে। ইতিমধ্যে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গেছে শিবসেনা, শিরোমণি আকালি দল। এ ছাড়া পাঞ্জাবে সরকার গঠন করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। মমতার তৃণমূল কংগ্রেসের উত্থানসহ বিভিন্ন কারণে রাষ্ট্র পতি নির্বাচন নিয়ে দুশ্চিন্তা বেড়েছে বিজেপির। এমন পরিস্থিতিতে নির্বাচনে জয়ের জন্য ঘুঁটি সাজাতে শুরু করেছে তারা।

 

ভারতের রাষ্ট্রপতির নাম কি , চলছে জল্পনাকল্পনা, ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে

 

আরও দেখুনঃ

Leave a Comment