This post is also available in:
বাংলাদেশ
দাকোপ উপজেলার আয়তন ৯৯১.৫৮ বর্গ কিমি। উত্তরে বটিয়াঘাটা উপজেলা, দক্ষিণে পশুর নদী, পূর্বে রামপাল ও মংলা উপজেলা, পশ্চিমে পাইকগাছা ও কয়রা উপজেলা। প্রধান নদী পশুর, শিবসা, মানকি, ভদ্রা। এ উপজেলার দক্ষিণ অংশ জুড়ে সুন্দরবন বনভূমি, যার বিস্তৃতি ১১৭৯০.১৩ হেক্টর।

উপজেলা শহর ১টি মৌজা নিয়ে গঠিত। আয়তন ২২ বর্গ কিমি। জনসংখ্যা ১৬৫৫২;, পুরুষ ৫২.৩১%, মহিলা ৪৭.৬৯%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমি ৭৫২ জন। শিক্ষার হার ৪২.২%।
দাকোপ উপজেলা পশুর নদীর পাড়ে , সুন্দরবন সংলগ্ন বাংলাদেশের খুলনা জেলার একটি প্রশাসনিক এলাকা। দাকোপের প্রশাসনিক অঞ্চল চালনায় অবস্থিত। দাকোপের সাথে খুলনার বটিয়াঘাটা উপজেলা, পাইকগাছা উপজেলা এবং বাগেরহাটের মোংলা উপজেলার সীমানা রয়েছে। দাকোপ উপজেলার অর্থনীতি কৃষি এবং চিংড়ি চাষের উপর নির্ভরশীল।
এই থানার বিস্তৃত এলাকা জুড়ে চিংড়ি ঘেরগুলোতে বাগদা চিংড়ির চাষ হয়। পূর্বে এই এলাকা ঝোপ-জঙ্গলে পরিপূর্ণ ছিল। কালক্রমে এই জঙ্গল কেটে আবাদী জমিতে পরিণত করে বসতি স্থাপন শুরু করা হয়। জনশ্রুতিতে জানা যায় যে, এখানকার ঝোপ-জঙ্গল দা দিয়ে কুপিয়ে নির্মূল করা হয়। তাই এখানকার নামকরণ করা হয় দাকুপী। পরবর্তীতে দাকুপী নামের কিঞ্ঝিৎ সংশোধন হয়ে দাকোপ নামে পরিণত হয়।
Table of Contents
দাকোপ উপজেলার প্রশাসন:
দাকোপ থানা সৃষ্টি ১৯১৩ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। ইউনিয়ন ১০, মৌজা ২৬, গ্রাম ১০৭।
দাকোপ উপজেলার ইউনিয়ন সমূহ:
১। ১নং পানখালী ইউনিয়ন
২। ২নং দাকোপ ইউনিয়ন
৩। ৩নং লাউডোব ইউনিয়ন
৪। ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়ন
৫। ৫নং সুতারখালী ইউনিয়ন
৬। ৬নং কামারখোলা ইউনিয়ন
৭। ০৭ নং তিলডাংগা ইউনিয়ন
৮। ০৮ নং বাজুয়া ইউনিয়ন
৯। ০৯ নং বানীশান্তাা ইউনিয়ন
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন :
বধ্যভূমি ১ (বাজুয়া হাই স্কুল প্রাঙ্গণ), স্মৃতিস্তম্ভ ১ (স্মৃতি অম্লান)।
ধর্মীয় প্রতিষ্ঠান:
মসজিদ ৭২, মন্দির ১৩৭, গির্জা ১১, তীর্থস্থান ২।
জনসংখ্যা:
১৪৩১৩১ জন; পুরুষ ৫২.২৫%, মহিলা ৪৭.৭৫%। মুসলমান ৩৭%, হিন্দু ৬১%, খ্রিস্টান ১%, আদিবাসী ও অন্যান্য ১%।
শিক্ষার হার-শিক্ষা প্রতিষ্ঠান:
সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১৩ টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ০০ টি, জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় ০৫ টি, সরকারী মাধ্যমিকবালিকা বিদ্যালয় ০১টি, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় ৩৬টি, এবতেদায়ী মাদ্রাসা ০২টি, দাখিল মাদ্রাসা ০৩ টি, আলিম মাদ্রাসা ০২টি, কলেজিয়েট স্কুল ০১ টি, সরকারী মহিলা কলেজ ০১ টি, কলেজ ০৫ টি, শিক্ষার হার ৫৬%।
প্রাচীন প্রতিষ্ঠান:
শ্রীনগর এম.ই মাধ্যমিক (১৯২০), প্রাথমিক বিদ্যালয় (১৯৪৭), দাকোপ সাহেবের আবাদ উচ্চ বিদ্যালয় এবং বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৪৭)।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান :
ক্লাব ৪০, পাবলিক লাইব্রেরি ২, নাট্যদল ১, যাত্রাপার্টি ১, মহিলা সংগঠন ১। জনগোষ্ঠীর প্রধান পেশাসমূহ কৃষি ৪৬.৯৫%, মৎস্য ২.৩৮%, পিসিকালচার ২%, কৃষি শ্রমিক ১৭.২৬%, অকৃষি শ্রমিক ৪.৮৪%, ব্যবসা ৯.৪৮% চাকরি ৩.৪৪%, অন্যান্য ১৩.৬৫%।
ভূমি ব্যবহার :
মোট জমির পরিমাণ ২৭,২২৮ হেক্টর, নীট ফসলী জমি — হেক্টর, মোট ফসলী জমি ১৮,৬৫৭ হেক্টর, এক ফসলী জমি ১৬,৬২১ হেক্টর, দুই ফসলী জমি ২,৩৫৯ হেক্টর, মোট পতিত জমির পরিমাণ ১,১৫৫ হেক্টর।
ভূমি নিয়ন্ত্রণ :
ক্ষুদ্র চাষি ৩০%, মধ্যম চাষি ৩৫%, বড় চাষি ১৫%, ভূমিহীন ২০%। মাথাপিছু আবাদি জমি ০.১৯ হেক্টর।
জমির মূল্য :
প্রথম শ্রেণীর আবাদি জমির মূল্য ০.০১ হেক্টর প্রতি ২৫০০ টাকা।
প্রধান কৃষি ফসল:
ধান, আলু, পিঁয়াজ, রসুন। বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি পাট, তিল, আউশ ও বোরো ধান। প্রধান ফল-ফলাদি নারিকেল, পেয়ারা, কুল, সফেদা। মৎস্য, হাঁস-মুরগির খামার : চিংড়ি চাষ ১৫৬৫, হাঁস-মুরগি ১৫৪।
মৎস্য সংক্রান্ত :
পুকুরের সংখ্যা ৬১১০ টি, বাগদা চিংড়ি খামারের সংখ্যা ৪০ টি, গলদা চিংড়ি খামারের সংখ্যা ৪৫৩০ টি, সরকারী জলমহালের সংখ্যা ১১৪ টি, উন্মুক্ত জলাশয় ০৮টি,বাগদা চিংড়ি হ্যাচারীর সংখ্যা ০৪ টি।
যোগাযোগ :
পাকা রাস্তা ৪৪০.০০ কিঃমিঃ, অর্ধ পাকা রাস্তা ১১০.০০কিঃমিঃ, কাঁচা রাস্তা ২৯৫.০০ কিঃমিঃ, ব্রীজ/কালভার্টের সংখ্যা ৬৮৭ টি, নদীর সংখ্যা ০৮ টি।

শিল্প ও কলকারখানা :
মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা ২, ধানকল ৫. লবণ উৎপাদন কেন্দ্র ১। কুটিরশিল্প বাঁশ ও বেত ১০, লৌহজাত ৩২, স্বর্ণকার ৪৫।
হাটবাজার ও মেলা:
হাটবাজার ৮। উল্লেখযোগ্য হাটবাজার হলো চালনা হাট।
প্রধান রপ্তানি :
দ্রব্য হিমায়িত চিংড়ি এবং কাঁকড়া।
এনজিও কার্যক্রম:
প্রশিকা, ওয়ার্ল্ড ভিশন, গণসাহায্য সংস্থা, হিড বাংলাদেশ, ব্র্যাক, স্টেপ, প্রদীপন, ভোস্ট, এসডো।
পরিবার পরিকল্পনা :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ০৭ টি, পরিবার পরিকল্পনা ক্লিনিক টি, এম.সি.এইচ. ইউনিট ১০ টি, সক্ষম দম্পতির সংখ্যা ৩৩,৩৩৫ জন।
স্বাস্থ্যকেন্দ্র :
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১ টি, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ০৭ টি, বেডের সংখ্যা ৫০ টি, কর্মরত ডাক্তারের সংখ্যা ইউএইচসি , ইউনিয়ন পর্যায়ে , ইউএইচএফপিও ১টি মোট= টি। সিনিয়র নার্স সংখ্যা জন। কর্মরত=জন। সহকারী নার্স সংখ্যা জন। কমিউনিটি ক্লিনিক ১৭টি।
প্রসিদ্ধ মিষ্টি:
মিঠাই, সুন্দরবনের মধু। বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরু ও ঘোড়ার গাড়ি, ঠাকুরিয়া নৌকা।
আরও পড়ুন:
This post is also available in:
বাংলাদেশ
“দাকোপ উপজেলা, খুলনা”-এ 1-টি মন্তব্য