This post is also available in:
বাংলাদেশ
কংগ্রেস : মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষবিশিষ্ট ফেডারেল আইন পরিষদ। কক্ষ দুটি হল, সিনেট এবং প্রতিনিধিসভা বা হাউস অব রিপ্রেজেনটেটিভ়স্। মার্কিন সংবিধানের এক নম্বর ধারায় বলা আছে যে, এই সংবিধানে প্রদত্ত সকল ক্ষমতার এখতিয়ার হচ্ছে উত্ত দ্বিকক্ষবিশিষ্ট কংগ্রেসের।
কংগ্রেস নির্বাচন :
প্রত্যেক জোেড় বৎসরের প্রথম মঙ্গলবারে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে কংগ্রেসের নির্বাচন অনুষ্ঠিত হয় (শুধু মেইন রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর মাসে)। সিনেটের সদস্যরা সিনেটর এবং প্রতিনিধিসভার সদস্যরা কংগ্রেসম্যান নামে পরিচিত হন।
This post is also available in:
বাংলাদেশ