আজভোস্টাল কমান্ডারদের নিয়ে তুরস্ক থেকে দেশে ফিরলেন জেলেনস্কি

আজভোস্টাল কমান্ডারদের নিয়ে তুরস্ক থেকে দেশে ফিরলেন জেলেনস্কি। ইউক্রেনের এসব সেনার দেশে ফেরার নিন্দা করেছে রাশিয়া। মস্কো যুদ্ধবন্দী চুক্তি ভঙ্গ করার জন্য কিয়েভ ও আংকারা উভয়কে দোষারোপ করেছে। গত বছর স্বাক্ষরিত ওই চুক্তির শর্তে যুদ্ধ বন্দীদের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তুরস্কে থাকার কথা। আল-জাজিরাইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্ক সফর শেষে দেশে ফিরে গেছেন। সাথে করে নিয়ে গেছেন ম্যারিউপোলের সাবেক গ্যারিসনের ৫ কমান্ডারকে। দক্ষিণাঞ্চলের ম্যারিউপোল বন্দর নগরী রক্ষার নেতৃত্ব দানকারী এসব কমান্ডারকে ইউক্রেনের বীর সিংহ বলে গণ্য করা হয়। এটি ছিল অঞ্চলটিতে রাশিয়ার দখল করা সবচেয়ে বড় নগরী। তিন মাস ধরে অবরুদ্ধ রাখে রাশিয়া শহরটিকে। সেখানে লড়াইয়ে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়।

শনিবার জেলেনস্কি এক মিনিটের একটি ভিডিও পোস্ট করেন যাতে তাকে হাস্যোজ্জ্বল সেনাকমান্ডারদের সঙ্গে তাকে করমর্দন ও মোলাকাত করতে দেখা যায়। চেক বিমানে উঠার আগে তারা এ ভিডিও ধারণ করেন। জেলেনস্কি বলেন, আমরা তুরস্ক থেকে ফিরছি। আমার সাথে আমাদের বীরেরা দেশে ফিরছেন। র্তুস্ক সফরকালে তিনি শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগারে সঙ্গে আলোচনা করেন।

 

আজভোস্টাল কমান্ডারদের নিয়ে তুরস্ক থেকে দেশে ফিরলেন জেলেনস্কি

আজভোস্টাল কমান্ডারদের নিয়ে তুরস্ক থেকে দেশে ফিরলেন জেলেনস্কি

তিনি টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে বলেন, ইউক্রেনের সৈন্য ডেনিস প্রকোপেঙ্কো, সভিয়েতোস্লাভ পালামার, সেরহি ভলিনস্কি, ওলেহ খোমেঙ্কো ও ডেনিস শলেহা এখন তাদের স্বজনদের সঙ্গে মিলিত হতে পারবেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ম্যারিউপোলের ইস্পাত কারখানার টানেল ও বাংকারে কয়েক সপ্তাহ থাকার পর শহরটি রক্ষায় নিয়োজিত সেনাদেরকে অবশেষে আত্মসমর্পণ করতে বলে ইউক্রেন কর্তৃপক্ষ। তুরস্কের মধ্যস্থতায় এ বন্দী বিনিময় চুক্তির আওতায় গত বছর মে মাসে রাশিয়া সেখানকার কিছু সংখ্যক বন্দীকে মুক্তি দেয় এ শর্তে যে তাদের কমান্ডাররা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তুরস্কে থাকবেন।

 

আজভোস্টাল কমান্ডারদের নিয়ে তুরস্ক থেকে দেশে ফিরলেন জেলেনস্কি

 

কমান্ডারদের কেন ফেরার সুযোগ দেওয়া হলো তার কোন ব্যাখ্যা দেননি জেলেনস্কি। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তুরস্কের পক্ষ থেকেও কোন মন্তব্য পাওয়া যায়নি।

আরও দেখুনঃ

Leave a Comment