আন্দোলনের নামে দেশের শান্তি নষ্টের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে: মুরাদ। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন যখনি শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, তখনই বাংলাদেশ ও সরকারকে নিয়ে পাকিস্তানের এজেন্ট দালাল বিএনপি সবর্ত্র মিথ্যাচার করে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে সব সময়ই লড়াই করে যাচ্ছে।
আন্দোলনের নামে দেশের শান্তি নষ্টের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে: মুরাদ
আন্দোলনের নামে বিএনপি জামাত দেশের বিদ্যমান শান্তি নষ্টের অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। যদি বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার, দেশের উন্নয়নের বিরুদ্ধে আর কোন মিথ্যাচার করা হয় তাহলে বিএনপির বিষদাত ভেঙ্গে ফেলা হবে।
মঙ্গলবার ( ১৮ জুলাই) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা বাজারে বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য, দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমুল নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ করার লক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি মুরাদ হাসান।

কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সুরুজ্জামান, সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আশেক মাহমুদ, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও দেখুন: