আফতাবনগরে বিশেষ নামাজ ও মোনাজাত আয়োজন বৃষ্টির জন্য

আফতাবনগরে বিশেষ নামাজ ও মোনাজাত আয়োজন ‘বৃষ্টির জন্য। প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। এ অবস্থায় বৃষ্টির জন্য রাজধানীর আফতাবনগরে বিশেষ নামাজ ও মোনাজাত করেছেন মুসল্লিরা।

মুসুল্লিরা এই সময় বৃষ্টির জন্য বিশেষ’ দোয়া প্রার্থনা করেন আল্লাহর নিকট।

আফতাবনগরে বিশেষ নামাজ ও মোনাজাত আয়োজন বৃষ্টির জন্য

আফতাবনগরে বিশেষ নামাজ ও মোনাজাত আয়োজন বৃষ্টির জন্য

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে নামাজ ইস্তিসকার সালাত (বৃষ্টির জন্য বিশেষ নামাজ) অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতী করেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ইসলামি বক্তা শায়খ আহমাদ উল্লাহ। সর্বস্তরের মুসলমান এ নামাজে অংশগ্রহণ করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির বিশেষ মোনাজাত করা হয়।গেল কয়েকদিন ধরে দাবদাহে নাকাল রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চল। বৈশাখের শুরু থেকেই একের পর এক হচ্ছে তাপমাত্রার রেকর্ড। আবহাওয়া অধিদফতর বলছে, তীব্র গরম কমার সম্ভাবনা নেই সোমবারও (১৭ এপ্রিল)।

আফতাবনগরে বিশেষ নামাজ ও মোনাজাত আয়োজন বৃষ্টির জন্য


সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। রোববার (১৬ এপ্রিল) ঢাকায় তাপমাত্রা ওঠে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
আরও দেখুনঃ

Leave a Comment