‘আমরা ভারতকে নিয়ে গর্বিত’: পররাষ্ট্রমন্ত্রী

শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে ভারত-কানাডা দ্বন্দ্ব প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, ‘ভারতের জন্য বাংলাদেশ খুবই গর্বিত কারণ, তারা অপরিপক্ব কিছু করে না।’ অটোয়াতে শিখ সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড বিষয়ে ভারতের বিরুদ্ধে কানাডার সরকারের অভিযোগকে ‘দুঃখজনক পর্ব’ উল্লেখ করে মোমেন আশাপ্রকাশ করে বলেন, সৌহার্দ্যপূর্ণভাবে এই লড়াইয়ের সমাধান করা হবে।

‘আমরা ভারতকে নিয়ে গর্বিত’: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমি মনে করি এটা খুবই দুঃখজনক। আমি ঘটনার বিস্তারিত জানি না, সেজন্য আমি কোনো ধরনের মন্তব্য করতে পারি না। কিন্তু, আমরা ভারতকে নিয়ে খুবই গর্বিত, কারণ তারা অপরিপক্ব কিছু করে না। ভারতের সাথে আমাদের খুবই দৃঢ় সম্পর্ক রয়েছে। সেটা মূল্যবোধ ও নীতির উপর ভিত্তি করে গঠিত।’

আমরা ভারতকে

 

সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে ‘দুঃখজনক পর্ব’ উল্লেখ করে মোমেন বলেন, আমি আশা করি যে এটা বন্ধুত্বপূর্ণভাবে শেষ হবে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। গত শুক্রবার লোটে নিউ ইয়র্ক প্যালস হোটেলের ওই সাক্ষাতে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। 

 

প্রধানমন্ত্রীর ভারত সফর ঢাকা-দিল্লী দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বাড়িয়েছে : পররষ্ট্রমন্ত্রী

আরও দেখুনঃ

Leave a Comment